Trains Cancelled by South-Eastern Railways: অবরোধ ওঠার নাম নেই, আজও বাতিল হল একাধিক ট্রেন, একনজরে তালিকা Updated: 22 Sep 2022, 10:04 AM IST
Abhijit Chowdhury
৫০ ঘণ্টা পার হয়ে গিয়েও চলছে আন্দোলন। এই আবহে&... more ৫০ ঘণ্টা পার হয়ে গিয়েও চলছে আন্দোলন। এই আবহে দক্ষিণ-পূর্ব রেলের আরও অনেক ট্রেন বাতিল হল আজ। বহু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে করা হয়েছে এবং কয়েকটি ট্রেনকে মাঝপথে আটকে দেওয়া হয়েছিল। 1/4 বোকারো স্টিল সিটি – আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল, চক্রধরপুর – গোমো মেমু এক্সপ্রেস, টাটানগর – দানাপুর এক্সপ্রেস, টাটানগর – আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী)2/4 তাছাড়া আজ বাতিল হয়েছে ধানবাদ – টাটানগর এক্সপ্রেস, ঝাড়গ্রাম – পুরুলিয়া মেমু স্পেশাল, ঝাড়গ্রাম – ধানবাদ মেমু এক্সপ্রেস, হাওড়া – বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া – রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)3/4 এদিকে আরও বাতিল হয়েছে চক্রধরপুর – টাটানগর – খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল, বারবিল – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, টাটানগর – প্যাসেঞ্জার স্পেশাল, খড়গপুর – ঝাড়গ্রাম মেমু স্পেশাল, হাওড়া – কান্তাবাঁজি এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)4/4 খড়গপুর - টাটানগর মেমু স্পেশাল, টাটানগর – ধানবাদ এক্সপ্রেস, দানাপুর – টাটানগর এক্সপ্রেস, সাঁতরাগাছি – পুরুলিয়া রুপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া – হাওড়া রুপসী বাংলা এক্সপ্রেস, আদ্রা – বারকানা – আদ্রা মেমু প্যাসেঞ্জার, আসানসোল – রাঁচি মেমু প্যাসেঞ্জার স্পেশাল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি