বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rail Board: ট্রেনের মধ্যে বৃহন্নলাদের অশ্লীলতা, ভিডিয়ো দেখে হতবাক রেল কর্তারা, গ্রেফতার ২

Rail Board: ট্রেনের মধ্যে বৃহন্নলাদের অশ্লীলতা, ভিডিয়ো দেখে হতবাক রেল কর্তারা, গ্রেফতার ২

কৃষ্ণনগর থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (টুইটার)

ঘটনার সূত্রপাত বুধবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ। যাত্রীদের তোলা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কৎসিৎ অঙ্গভঙ্গি করার পাশাপাশি ভিড়ের মধ্যেই শরীরের পোশাক খুলে ফেলতে দেখা যাচ্ছে বৃহন্নলাদের।

ট্রেনে বৃহন্নলাদের উৎপাতে বিরক্ত যাত্রীরা। তাদের সেই দৌরাত্ম্য ও অশ্লীলতার ছবি তুলে রেল বোর্ডে পাঠিয়ে দিয়েছিলেন কৃষ্ণনগর থেকে লালগোলাগামী ট্রেনের যাত্রীরা। সেই ভিডিও দেখে তো চক্ষুচড়কগাছ বোর্ডকর্তাদের। এক ঘণ্টার মধ্যে ওই বৃহন্নলাদের গ্রেফতার করার নির্দেশ দেন আরপিএফকে। সেই নির্দিশ পেয়ে দুই বৃহন্নলাকে কৃ্ষ্ণনগর স্টেশন থেকে গ্রেফতার করল রেল পুলিশ। 

ঘটনার সূত্রপাত বুধবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ। যাত্রীদের তোলা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কৎসিৎ অঙ্গভঙ্গি করার পাশাপাশি ভিড়ের মধ্যেই শরীরের পোশাক খুলে ফেলতে দেখা যাচ্ছে বৃহন্নলাদের। পুরো ঘটনার ভিডিয়ো তুলে যাত্রীরা রেল বোর্ডে পাঠিয়ে দেন। যা দেখে পূর্ব রেলের পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় রেল বোর্ড থেকে। 

নির্দেশ পেয়ে একাধিক ভাগে ভাগে হয়ে বিভিন্ন স্টেশনে হানা দেয়। সেই সময় ডাউন ট্রেনে কৃষ্ণনগরে ফিরে আসে দুই বৃহন্নলা। তাদের সেখানে থেকে গ্রেফতার করে আরপিএফ। ধৃতদের একজন কৃষ্ণনগরের দোগাছির বাসিন্দা সাগর সরকার ও অন্যজন রেজিনগরের বিকাল নগরের বাসিন্দা নাসিম শেখ।

পূর্ব রেল পুলিশের আইজি পরম শিব বলেন, ‘পুজোর সময় থেকে গত কয়েক মাস ধরে বৃহন্নলাদের অত্যাচার নিয়ে রেল মদত অ্যাপে প্রচুর অভিযোগ আসছিল। লোকাল ও দূরপাল্লার ট্রেনে হানা দিয়ে ডিসেম্বর মাসেই ১১৭জনকে গ্রেফতার করা হয়েছে। তার পর থেকে অত্যাচার কিছুটা হলেও কমেছে। এই ধরনের কোনও আচারণ আমরা বরদাস্ত করব না।’ 

বন্ধ করুন