রাস্তাঘাটে প্রতিদিনই বাড়ছে টোটোর দাপট। এর ফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে। এনিয়ে নীতি আনার কথা আগেই জানিয়েছিল পরিবহণ দফতর। সেই মতোই এবার টোটো নিয়ন্ত্রণে নয়া নির্দেশ জারি করল পরিবহণ দফতর। টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হল। আর সেইসঙ্গে টোটো চালকদের আলাদাভাবে লাইসেন্স করতে হবে বলে পরিবহণ দফতরের তরফে নির্দেশে জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি জেলায় সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। আর এই নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীর চিকিৎসা করাতে টোটো চালিয়ে মুর্শিদাবাদ থেকে রওনা বৃদ্ধের, পথে ভাগ্য বদল
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, টোটোর রেজিস্ট্রেশন এবং পারমিটের ব্যবস্থা করা হবে। এর ফলে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনা সম্ভব হবে টোটোকে। এর পাশাপাশি টোটোতে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর কথাও জানিয়েছিলেন। তার প্রথম ধাপ হিসেবে ব্যাটারিচালিত গাড়ি টোটোর রেজিস্ট্রেশন এবং চালকেরও লাইসেন্স করানোর নির্দেশ দিল দফতর। অনেক সময় দেখা যায় যে কেউ টোটো চালায়। তাতে নাবালকরাও টোটো চালিয়ে থাকে। এরফলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। তবে এরফলে ১৮ বছরের নিচে কাউকে টোটো চালানোর লাইসেন্স দেওয়া হবে না। এবিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, নির্দেশ পাওয়ার পরেই কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও টোটোর রুট নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এরফলে রাস্তায় যানজট বা দুর্ঘটনার প্রবণতা কমবে।
শুধু তাই নয়, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার আগে চালকদের পরীক্ষা হবে। দশদিন ধরে পরীক্ষা নেওয়ার তাতে খতিয়ে দেখা হবে তারা ঠিকমতো পথ আইন জানেন কি না। আর তারপরেই লাইসেন্স দেওয়া হবে টোটো চালকদের। এদিকে, বাঁকুড়া পুরসভা এলাকায় শহরের ৭০০ টোটোতে পুরসভার বিশেষ নম্বর ও কিউআরকোড বসানোর পরিকল্পনা হয়েছে। এছাড়াও, টোটো চালানোর জন্য এই পুরসভার কাছে প্রায় ১৩০০টি আবেদন জমা পড়েছে। তবে এতো সংখ্যক টোটো পথে নামলে সমস্যা হতে পারে বলেই আশঙ্কা করছে পুরসভা। ফলে এখনও সেই আবেদন পড়ে রয়েছে। তবে টোটো চালকদের একাংশের বক্তব্য, সরকারি নিয়ম মেনেই ছাড়পত্র দেওয়া হোক। এর পাশাপাশি পরিবহণ দফতর টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। এরফলে টোটো চালকদের জীবিকা ব্যাহত হবে না, টোটো চলাচল সুশৃঙ্খল হবে বলে পরিবহণ দফতরের তরফে বলা হয়েছে।