বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rail Blocked: একাধিক জেলায় রেল অবরোধে নাকাল নিত্যযাত্রীরা, আদিবাসীদের এমন পদক্ষেপ কেন?‌

Rail Blocked: একাধিক জেলায় রেল অবরোধে নাকাল নিত্যযাত্রীরা, আদিবাসীদের এমন পদক্ষেপ কেন?‌

রাজ্যজুড়ে আদিবাসীরা রেল অবরোধ করল।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিলিগুড়ি মোড়েও পথ অবরোধ করেন। রেলের খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস–সহ একাধিক ট্রেন বাতিল করেছে। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। মোট পাঁচ দফা দাবিতে সকাল থেকে এই অবরোধ চলছে।

আজ, শনিবার ‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীরা রেল অবরোধ করল। এখনও নানা জায়গায় ‘রেল রোকো’ চলছে। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসী মানুষজন। এই রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। আর চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। রেল অবরোধ ও জাতীয় সড়কে চাক্কা জ্যাম কর্মসূচিতে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান নামের সংগঠন।

ঠিক কী দাবি আদিবাসীদের?‌ মোট পাঁচ দফা দাবিতে সকাল থেকে এই অবরোধ চলছে। তার মধ্যে রয়েছে, ‘মারাংবুরু বাঁচাও’, ‘২০২৩ সালে সারনা ধর্ম কোড’ কার্যকরের দাবি। তবে আদিবাসী সমাজের একটি পৃথক ধর্মের দাবি বহুদিনের। এটার নাম সারনা। তাঁরা নিজস্ব ধর্মাচরণ চান। আর তার জন্যই সারনা ধর্ম স্বীকৃতি পাক এই দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান রেল অবরোধের ডাক দিয়েছে। সারনা ধর্মের কোড চালু–সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অসম মোট পাঁচ রাজ্যে বনধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’।

এদিকে সকাল থেকে মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ হয়। দু’ঘণ্টা অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালাতে হয় খড়গপুর ডিভিশন থেকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিলিগুড়ি মোড়েও পথ অবরোধ করেন। রেলের খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস–সহ একাধিক ট্রেন বাতিল করেছে। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও।

অন্যদিকে রেললাইনের উপর ধামসা, মাদল বাজিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। তার জেরে গন্তব্যে পৌঁছনোর আগে দাঁড়িয়ে পড়ে আনন্দবিহার–পুরী, ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এই অবরোধ প্রসঙ্গে পুরুলিয়া জেলা সভাপতি সনৎ কুমার বেসরা বলেন, ‘‌দাবিপূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন