বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Akhil Giri on Sisir Adhikari: ফের বেফাঁস অখিল গিরি, শিশির অধিকারীকে ‘নেংটি মন্ত্রী’ বলে আক্রমণ তৃণমূল নেতার!

Akhil Giri on Sisir Adhikari: ফের বেফাঁস অখিল গিরি, শিশির অধিকারীকে ‘নেংটি মন্ত্রী’ বলে আক্রমণ তৃণমূল নেতার!

বিধানসভায় অখিল গিরি (এএনআই) (Shyamal Maitra)

অধিকারীদের আক্রমণ শানিয়ে অখিল গিরি বলেন, ‘বিশ্বের অষ্টম এবং নবম আশ্চর্য হল শিশির অধিকারী আর দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের সাংসদ। কিন্তু তৃণমূলের ক্ষতি করে বিজেপি করছে।’

কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অখিল গিরি। এবার সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে বেনজির আক্রমণ করতে ‘কুকথা’র প্রয়োগ করলেন মন্ত্রী। ভরা সভায় বক্তৃতা রাখতে গিয়ে শিশির অধিকারীকে ‘নেংটি মন্ত্রী’ বলে আক্রমণ শানিয়েছিলেন রামনগরের বিধায়ক। মুগবেড়িয়ায় সভা থেকে শুভেন্দুকেও আক্রমণ শানিয়েছিলেন অখিল গিরি।

অখিল গিরি বলেন, ‘এই বিশ্বের অষ্টম এবং নবম আশ্চর্য হল শিশির অধিকারী আর দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের সাংসদ। দিল্লি থেকে টাকা নিচ্ছে। কিন্তু ভিতরে ভিতরে তৃণমূলের ক্ষতি করে বিজেপি করছে। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে শিশির অধিকারীর। আগে নাতি-নাতনিকে নিয়ে হাত নেড়ে ঘুরতেন। এখন ছেলের পাল্লায় পড়ে বাবাও মুখ্যমন্ত্রীকে গালাগাল করছে। আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে আমাকে হাফপ্যান্ট মন্ত্রী বলা হচ্ছে। তাহলে শিশির অধিকারী কেন্দ্রের কি মন্ত্রী ছিলেন? হাফপ্যান্টের ছোট যেটা হয়, তাকে তো নেংটি বলে। উনি কি তাহলে নেংটি মন্ত্রী ছিলেন?’

এদিকে শুভেন্দুর ‘কাক’ মন্তব্যের প্রসঙ্গ তুলে অখিল গিরি বলেন, ‘আমি কাক হই বা ভেড়া হই। আমরা রূপের বিচার করি না গুণের বিচার করি। শুভেন্দু অধিকারীর চামড়াটা শুধু সাদা, ভেতরটা ময়লা। জামা তুলুন পুরো কানস্যার। বিরোধী দলনেতা তৃণমূলকে তোলামূল বলেন। তৃণমূল দলটা ছিল বলেই আপনি বিরোধী দলনেতা হতে পেরেছেন। দিদি আপনাকে সবই দিয়েছিলেন। এমনকী আমাদের কাছ থেকে পদ কেড়ে নিয়ে আপনাকে একসঙ্গে অনেক পদ দিয়েছিলেন দিদি। কিন্তু আপনি দিদির সঙ্গে এবং মানুষের সঙ্গে গদ্দারি করেছেন।’ নিজের ‘ভুল’ প্রসঙ্গে অখিল গিরি বলেন, ‘ভুল মানুষমাত্রেই হয়। আমারও হয়েছিল। কয়েকজনের প্ররোচনায় পা দিয়ে আমি বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম। আবার ভুল শুধরে নিয়ে তৃণমূলে ফিরে এসেছি।’

বন্ধ করুন