বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘পদ না পেলে কীভাবে মানুষের জন্য কাজ করব!’ দলের বিরুদ্ধে ক্ষোভ TMC কাউন্সিলরের

‘পদ না পেলে কীভাবে মানুষের জন্য কাজ করব!’ দলের বিরুদ্ধে ক্ষোভ TMC কাউন্সিলরের

উলুবেড়িয়া পুরসভা। ফাইল ছবি।

এলাকায় ‘ননস্টপ বাবা’ নামে পরিচিত শেখ সেলিম পরপর চার বার জয়ী হয়েছিলেন।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন উলুবেড়িয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ সেলিম। চার বারের জয়ী এই কাউন্সিলরের অভিযোগ, তাঁকে কোনও পদ দেওয়া হয়নি। ফলে তিনি মানুষের জন্য কাজ করতে পারছেন না। বিগত পুরবোর্ডে তিনি পূর্ত দফতরের চেয়ারম্যান ছিলেন। ফলে মানুষের হয়ে কাজ করতে পেরেছিলেন। কিন্তু, এখন তিনি কোনও পদ না পাওয়ায় জনকল্যাণমুখী কাজ করতে পারছেন না। এনিয়ে তিনি দলের একাংশের বিরুদ্ধে আক্ষেপের সুরে ক্ষোভ উগরে দিয়েছেন।

এলাকায় ‘ননস্টপ বাবা’ নামে পরিচিত শেখ সেলিম পরপর চার বার জয়ী হয়েছিলেন। এর আগে পুরসভার পূর্ত দফতরের চেয়ারম্যান থাকার সময় কিছু ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। কাউন্সিলর বলেন, ‘আমার যদি টাকার লোভ থাকত তাহলে আমি কখনওই পূর্ত দফতরের চেয়ারম্যান থেকে পদত্যাগ করতাম না। আমি সবসময় চেয়েছি মানুষের জন্য কাজ করতে। মানুষের পাশে দাঁড়াতে। সেজন্যই মানুষ আমাকে বারবার ভোট দিয়ে জিতিয়েছেন। মানুষ আমার কাজে খুশি । আমি টাকা-পয়সা চাই না। আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই কিন্তু, কোনও পদ না পেলে কীভাবে কাজ করব! রাস্তায় বেরোতে আমার লজ্জা লাগছে।’

এ নিয়ে অবশ্য উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হয়েছে।’ অন্যদিকে, হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাভ সেন বলেন, ‘মানুষের জন্য কাজ করতে গেলে কোনও পদের দরকার নেই। এরকম অনেক বিধায়ক রয়েছেন যারা বহুবার ভোটে জিতেছেন। কিন্তু, তাঁদের মন্ত্রী করা হয়নি। তবে তারাও মানুষের হয়ে কাজ করছেন। দল সবাইকে দিয়ে মানুষের হয়ে কাজ করিয়ে থাকে।’

বন্ধ করুন