তৃণমূলের ২ দুষ্কৃতী কাউন্সিলরের মধ্যে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে টিটাগড়ে ফের প্রকাশ্যে চলল গুলি। আর তার জেরে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে আটক করল পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় টিটাগড়ের কারবালা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, টিটাগড় পুরসভার ৪ নম্বরের ওয়ার্ডের তৃণমূলের দুষ্কৃতী কাউন্সিলর ইনাম খানের সঙ্গে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু সিংয়ের অনেকদিন ধরে এলাকা দখলের লড়াই চলছে। মঙ্গলবার বিষ্ণুর শাগরেদ মিঠুন নামে এক যুবক কারবালার কাছে বসে ছিলেন। তাকে লক্ষ্য করে গুলি চালায় ইনাম খান। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে ইনাম খানকে আটক করে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
টিটাগড়ে তৃণমূলের কোন্দলে গুলি চলার ঘটনা নতুন কিছু নয়। কয়েকদিন আগে গুলিবিদ্ধ হয়ে সেখানে হাসান নামে এক যুবকের মৃত্যু হয়। দুষ্কৃতী দৌরাত্ম্যে টিটাগড়ের একাংশে আইনের শাসন রয়েছে কি না সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন অনেকে।