রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ‘ভাইরাস’ বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার নদিয়ার শান্তিপুরে একথা বলেন তিনি। সঙ্গে সুকান্তবাবু বলেন, এই ভাইরাস যে ওষুধে মরে সেই ওষুধ দিন, বিজেপি আপনার সাথে আছে।
গত ১২ জানুয়ারি বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির দফতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল। সভাপতি ও সহ সভাপতির ঘরে ঢুকে তাণ্ডব চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। সভাপতি ও সহ সভাপতির নেমপ্লেট ভেঙে দেওয়াল থেকে খুলে ফেলে তারা। এমনকী তৃণমূলি গুন্ডারা জাতীয় পতাকা মাটিতে ফেলে তার ওপর দিয়ে মাড়িয়ে যায় বলে অভিযোগ।
সেই ঘটনার প্রতিবাদে শনিবার শান্তিপুরে মিছিল করেন সুকান্তবাবু। এর পর পঞ্চায়েত সমিতির দফতরে পৌঁছে সভাপতি নৃপেন মণ্ডল ও সহ সভাপতি চঞ্চল চক্রবর্তীর ঘরের সামনে নেমপ্লেট ফের লাগান তিনি।
এর পর এক সভায় সুকান্তবাবু বলেন, ‘আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির দফতেরর নেমপ্লেট খুলে নিয়েছে তৃণমূল। এর পালটা দৃশ্য আমরা দেখতে চাই। পরিষ্কার বলে দিচ্ছি, এখন সময় এসে গিয়েছে ২৬-এর লড়াইয়ের। তৃণমূল যদি ঢিল মারে, পাটকেল মারার ব্যবস্থা করুন। দুদিন আগে এক তৃণমূল নেতা বলেছে, ২৬এর ভোটে না কি রেফারি থাকবে না। আমি তৃণমূল নেতাদের বলব, মাঝখান থেকে পুলিশটাকে সরিয়ে দিন। বিজেপি মেরে আপনাদের পা ভেঙে দেবে। তৃণমূলের কী চিকিৎসা হবে সব বলে দেওয়া আছে। যে রোগী যে ওষুধে ভালো হবে তাকে সেই ওষুধ দিতে হবে। তৃণমূল হল একটা ভাইরাস। একে যে ওষুধ দিলে ভালো হয় আপনি দিন। ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আছে।’