বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trinamool Leader beats Mother: এ কেমন রাজনীতি? বাদেমের মিছিলে হাঁটায় বৃদ্ধা মায়ের গলা টিপে ধরল তৃণমূলী ছেলে!

Trinamool Leader beats Mother: এ কেমন রাজনীতি? বাদেমের মিছিলে হাঁটায় বৃদ্ধা মায়ের গলা টিপে ধরল তৃণমূলী ছেলে!

বৃদ্ধা মাকেই গলা টিপে ধরলেন তৃণমূলী ছেলে (ছবি - প্রতীকী)

শিখা লেট নামক এক বৃদ্ধা বামেদের মিছিলে হেঁটেছিলেন। এবং সেটাই পছন্দ হয়নি ছেলে বিধান লেটের। বিধান রামপুরহাট দু’নম্বর ব্লকের দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি তৃণমূল করেন।

ঘনিয়ে আসছে পঞ্চায়েত ভোট। ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। শীতের আগমনেও উত্তপ্ত হচ্ছে রাজ্য। এই আবহে রাজনৈতিক মতপার্থক্যের জেরে নিজের মাকেই বেধড়ক মারধর করলেন ছেলে। এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার গোপালপুর। জানা গিয়েছে, শিখা লেট নামক এক বৃদ্ধা বামেদের মিছিলে হেঁটেছিলেন। এবং সেটাই পছন্দ হয়নি ছেলে বিধান লেটের। বিধান রামপুরহাট দু’নম্বর ব্লকের দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি তৃণমূল করেন।

অভিযোগ, মা শিখা লেটকে শনিবার বিকেলে গলা টিপে তাঁকে আছাড় মারে বিধান। এর জেরে কোমরে ও পীঠে গুরুতর আঘাত পান শিখাদেবী। এরপর তাঁকে বসোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় প্রতিবেশীরা। এদিকে ছেলের বিরুদ্ধে মাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিখা লেট। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

নির্যাতিতা শিখাদেবী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে তৃণমূল করে। তিনদিন আগে গ্রামে সিপিএম-এর মিছিলে গিয়েছিলাম। এরপর আমি ছোট ছেলের বাড়িতে ছিলাম এ ক’দিন। এরপর শনিবার বাড়ি ফিরি। তখন বড় ছেলে আমায় বলে, সে আর আমার ছেলে নয়। তারপর আমাকে মারধর করতে শুরু করে। গলা টিপে ধরে। আমায় এমন মেরেছে যে কোমর আর পীঠে খুব ব্যথা পেয়েছি।’ শিখাদেবীর অভিযোগ, এই প্রথম নয়, আগেও সম্পত্তির লোভে তাঁর ওপর অত্যাচার করেছে তাঁর বড় ছেলে বিধান। শিখাদেবী বলেন, ‘জোর করে আমার সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বিধান।’

বন্ধ করুন