বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'এটা জমিদারী নয়, দেখে নেব', হলদিয়ায় টাটার আধিকারিককে 'হুমকি' তৃণমূল নেতার

'এটা জমিদারী নয়, দেখে নেব', হলদিয়ায় টাটার আধিকারিককে 'হুমকি' তৃণমূল নেতার

'এটা জমিদারী নয়, দেখে নেব', হলদিয়ায় টাটার আধিকারিককে 'হুমকি' তৃণমূল নেতার (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

বিজেপি তো বটেই দলের একাংশও তৃণমূল নেতার এই হুঁশিয়ারির নিন্দা করেছেন।

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের পর এবার হুমকি বিতর্কে জড়িয়ে পড়লেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে টাটার সংস্থা টিএমআইএলএলয়ের জেনারেল ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সভাপতির বিরুদ্ধে। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি তো বটেই দলের একাংশও তৃণমূল নেতার এই হুঁশিয়ারির নিন্দা করেছেন।

ঠিক কী হুমকি দিয়েছেন তৃণমূল সভাপতি? হলদিয়া শিল্পাঞ্চল তৃণমূলের কর্মী সংগঠন আইএনটিটিইউসি'র আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দেবপ্রসাদ মণ্ডল হুঁশিয়ারি দেন, 'এটা সামন্ত বাবুর জমিদারি নয়, এটা হলদিয়ার মানুষের জমিদারি। শ্রমিকদের কতদিন সাসপেন্ড করে রাখতে পারে, দেখে নেব।' যদিও এই হুঁশিয়ারির কথা অস্বীকার করেননি দেবপ্রসাদ মন্ডল। তাঁর বক্তব্য, 'টিএমআইএলএল'এর জেনারেল ম্যানেজার দেবজিৎ সামন্ত নিজের ইচ্ছামত শ্রমিকদের সাসপেন্ড করছেন। এমনকী তাঁদের টিফিন করারও সময় দিচ্ছেন না।'

যদিও তৃণমূল সভাপতির এই হুঁশিয়ারিকে একেবারে সমর্থন করছেন না তৃণমূলের শ্রমিক সংগঠনের একাংশ। হলদিয়া শিল্পাঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠনের বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় দাস তৃণমূল সভাপতির হুঁশিয়ারির নিন্দা করে বলেছেন, ' এমনিতেই শিল্পের এই অবস্থা। এই পরিস্থিতিতে টাটার মতো একটি সংস্থার আধিকারিককে নিয়ে সভাপতির এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি।'

অন্যদিকে, এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, 'তৃণমূল নেতারা সব সময় টাকা নিতে, তোলা তুলতে ব্যস্ত। সরকারি আধিকারিকদেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতারা। সরকারি আধিকারিকরা এ নিয়ে ভীত-সন্ত্রস্ত রয়েছেন। ওঁরা শুধু হুশিয়ারি দিতে জানেন।'

বন্ধ করুন