সাত বছর ধরে কোটি কোটি টাকার রেশন সামগ্রী সরিয়েছিলেন তৃণমূল নেতা রেশন ডিলার। অবশেষে তাঁর ডিলারশিপ সাসপেন্ড করল খাদ্য দফতর। মালদার কালিয়াচকের অঞ্চল তৃণমূল সভাপতি আশরাফুল ইলসলামের রেশন ডিলারশিপ সাসপেন্ড করা হয়েছে। ২০১৫ – ২০২২ পর্যন্ত জাল রেশন কার্ড বানিয়ে তিনি কোটি কোটি টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ। সঙ্গে তাঁকে ৮ কোটি টাকা জরিমানা করেছে সরকার।
মালদার কালিয়াচকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শাহাবানচক এলাকার রেশন ডিলার ছিলেন আশরাফুল। অভিযোগ ২০১৫ – ২০২২ সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড বানিয়ে কোটি কোটি টাকা তছরূপ করেছেন তিনি। প্রায় ১ হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়েছিলেন আসরাফুল। তাঁদের নামে রেশন সামগ্রী সরকারের থেকে সংগ্রহ খোলা বাজারে বিক্রি করে দিতেন এই তৃণমূল নেতা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে খাদ্য দফতর। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আশরাফুলের ডিলারশিপ সাসপেন্ড করে তাঁকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য দফতরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে খাদ্য দফতরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এক ডেটা এন্ট্রি অপারেটরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে খবর।
বিজেপির দাবি, এই ঘটনার আরও ভয়াবহ দিক থাকতে পারে। বাংলাদেশি নাগরিকদের ভুয়ো রেশন কার্ড বানিয়ে দিয়ে থাকতে পারেন ওই তৃণমূল নেতা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তারা।
সোমবার আশরাফুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি তাঁর কোনও প্রতিক্রিয়া।