বিক্ষোভের নামে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির দফতর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে এসে শান্তিপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। ভাঙা হয় দরজা, ছোড়া হয় চেয়ার।
সোমবার শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। বিডিওর হাতে তৃণমূলের প্রতীক তুলে দেয় তারা। স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, বিডিও বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির কোনও কাজে ছাড়পত্র দেন না। যার জেরে এলাকার উন্নয়ন পিছিয়ে পড়ছে।
ওদিকে বিক্ষোভের নামে বিজেপি বিডিওকে হেনস্থা করেছে এই অভিযোগে বুধবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযোগ বিক্ষোভকারীদের একাংশ বিডিও অফিস সংলগ্ন বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির দফতরে ঢুকে পড়ে। বেলাগাম ভাঙচুর চালানো হয় সরকারি দফতরে। ভাঙা হয় দরজা, ছোড়া হয় চেয়ার।
ওদিকে তৃণমূলের দাবি, ভাঙচুর তারা করেনি। তাদের মধ্যে বিজেপির লোক ঢুকে ভাঙচুর করেছে। ভাঙচুর তৃণমূলের সংস্কৃতি নয়। ওদিকে বিজেপির দাবি, পঞ্চায়েত সমিতির দফতরে শুধু বিজেপির প্রতিনিধিরা বসেন না। সেখানে বিরোধী প্রতিনিধিরাও বসেন। এই কাজ করে তৃণমূল বোঝাল গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কোনও আস্থা নেই।