বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘সবুজ দ্বীপে চুরি হচ্ছে গাছ’ অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল বিধায়ক

‘সবুজ দ্বীপে চুরি হচ্ছে গাছ’ অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল বিধায়ক

সবুজ দ্বীপে পড়ে রয়েছে কাটা গাছ। খতিয়ে দেখছেন মনোরঞ্জন ব্যাপারী। ছবি সৌজন্যে ফেসবুক (বিধায়কের প্রোফাইল থেকে)।

প্রয়োজন হলে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। যদিও কারা গাছ কাটছে তা এখনও জানা যায়নি।

হুগলির সবুজ দ্বীপে গাছ কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ তুললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোশ্যাল মিডিয়ায় কাটা গাছের ছবি পোস্ট করে তিনি এ নিয়ে সরব হয়েছেন। তাঁর কড়া হুঁশিয়ারি, ‘কোনওভাবেই তিনি গাছ চুরি করতে দেবেন না। গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।’ ইতিমধ্যেই গাছ কাটার ঘটনায় তৃণমূল বিধায়ক ভিডিয়ো এবং ছবি পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবিষয়ে বিডিও, পর্যটন মন্ত্রী এবং বনদফতরের কাছে অভিযোগ জানিয়েছেন বিধায়ক। প্রয়োজন হলে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। যদিও কারা গাছ কাটছে তা এখনও জানা যায়নি।

সবুজ দ্বীপে গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলেন, ‘আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হল সবুজ দ্বীপ। কোটি কোটি টাকা এই দ্বীপকে সুন্দর করার জন্য তিনি বরাদ্দ করেছেন। অথচ সেই গাছগুলিকে কীভাবে মেরে ফেলা হচ্ছে!’ এই সমস্ত গাছ চুরি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, ‘আমি বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। মুখ্যমন্ত্রীকেও জানাব।’ তাঁর আশঙ্কা, ‘যদি গাছ না থাকে পাখিও থাকবে না। এই সব দেখার জন্য যে সমস্ত পর্যটকরা আসেন তারাও আর আসবেন না।’

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার একটি সাধারণ প্রশ্ন রয়েছে পক্ষীবিশারদ এবং বৃক্ষ বিজ্ঞানীদের কাছে। পানকৌড়ি বা এইরকম কোনও পাখির মলত্যাগের কারণে কি শত শত বৃক্ষ মারা যেতে পারে?’ উল্লেখ্য, তৃণমূলেরই একজন নেতা দাবি করেছিলেন যে পাখির মলত্যাগের কারণেই নাকি সেখানে গাছ মরে যাচ্ছে। সেই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেন বিধায়ক। যদিও মনোরঞ্জন ব্যাপারী স্পষ্ট জানিয়ে দেন, ‘কে বা কারা গাছ কাটছে আমি জানি না। তবে যারাই হোক না কেন চোরকে ধরতে হবে অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে হবে।’ যদিও বনদফতর জানিয়েছে যে সবুজ দ্বীপ তাদের অধীনে নয়। তবে এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই জেলা প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.