বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Udayan Guha: ‘গরম পিঠে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে’, বিজেপিকে ‘আপ্যায়ন’ করার বার্তা উদয়নের

Udayan Guha: ‘গরম পিঠে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে’, বিজেপিকে ‘আপ্যায়ন’ করার বার্তা উদয়নের

উদয়ন গুহ, তৃণমূল বিধায়ক, দিনহাটা

এদিকে মঙ্গলবার গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজকেও আক্রমণ করেন মন্ত্রী৷ উদয়ন বলেন, উত্তরীয় বিক্রি করে রাজপ্রাসাদে থাকেন অনন্ত মহারাজ।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বিস্ফোরক রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। নিশীথ প্রামাণিককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে উদয়ন মঙ্গলবার বলেন, ‘ওঁ যাতে কোনও গ্রামে ঢুকতে না পারে সে ব্যবস্থা করতে হবে।’ মঙ্গলবার বিকেলে কোচবিহারের দেওয়ানহাটের সভায় বক্তব্য রাখেন উদয়ন। সেই সভা থেকে বিজেপিকে তোপ দেগে উদয়নের বক্তব্য, ‘বাংলাকে অখণ্ড রাখতে হবে। এখন হিন্দু মুসলমানের বিভেদ ছেড়ে আলাদা রাজ্যের কথা বলছে বিজেপি।’

এদিকে মঙ্গলবার গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজকেও আক্রমণ করেন মন্ত্রী৷ উদয়ন বলেন, ‘উত্তরীয় বিক্রি করে রাজপ্রাসাদে থাকে অনন্ত মহারাজ। যারা সেই উত্তরীয় কেনেন, তাঁরা কুড়েঘরে থাকেন৷ গ্রেটারের নেতারা যে হলুদ রঙের উত্তরীয় পরে ঘোরেন, তার দাম ১০ থেকে ২০ টাকা হবে৷ সেই উত্তরীয় অনন্ত মহারাজ বিক্রি করেন ৫০০ টাকায়৷ গ্রামের লোকেরা গরু, ছাগল বিক্রি করে, জমি বন্ধক রেখে ওঁর কাছ থেকে সেই উত্তরীয় কেনে৷ এই মহারাজ যদি কোচবিহারে আবার মাথা তুলে দাঁড়ায়, তাহলে প্রজাদের সর্বনাশ হবে৷ তাই কেউ যাতে বাংলাকে ভাগ করতে না পারে৷’

এদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক বলেন, ‘ডিসেম্বর মাস শীতকাল। বিজেপির নেতাদের পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে৷ তাদের গরম গরম পিঠে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে৷’ প্রসঙ্গত, বিজেপির তরফে বিগত বেশ কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসের কথা উল্লেখ করে জল্পনা বাড়ানো হচ্ছে সরকার বদলের। সেই ডিসেম্বর মাস শুরু হয়েছে। এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। এই আবহে বিজেপিকে ডিসেম্বর নিয়ে পালটা খোঁচা দিলেন উদয়ন গুহ। এদিকে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি নিয়েও মুখ খোলেন উদয়ন। বলেন, ‘যদি কেউ ঘরের জন্য টাকা চায়, আমাদের জানাবেন, তাকে জেলে পাঠানোর ব্যবস্থা দল করবে৷’

বন্ধ করুন