তৃণমূলের শিক্ষক সংগঠনে অভিষেকপন্থীদের ওপর কোপ পড়ার দিনই শাস্তির মুখে দলের এক অভিষেক অনুরাগী বিধায়ক। প্রকাশ্য মঞ্চে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে সতর্ক করল দল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে তৃণমূলের জেলা শৃঙ্খলারক্ষা কমিটিকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘দলের শৃঙ্খলা ও অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক ও উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা ও আচরণ করেছেন তা দল কোনও ভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কারণ তার আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে মানানসই নয়।’
মঙ্গলবার অশোকনগর উৎসবের মঞ্চে মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল। অভিযোগ, তার আগে মত্ত অবস্থায় মঞ্চে ওঠেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মঞ্চে উঠে নানা রকম কুরুচিকর মন্তব্য করেন তিনি। দলীয় কর্মীদের নাম করে করে নানা রকম অশালীন কথা বলতে থাকেন। অশালীন অঙ্গভঙ্গিও করেন তিনি। এমনকী মহিলাদের নাম করেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিধায়ক। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক ছড়ায়।
বলে রাখি এই প্রথম নয়, মাস কয়েক আগে বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নারায়ণ গোস্বামীকে সতর্ক করেন। বলেন, তুমি নিজের বিধানসভা এলাকার বাইরে বেশি নাক গলিও না।
নারায়ণ গোস্বামীকে নিয়ে তৃণমূলের বিবৃতিতে হাস্যকর বলে দাবি করেছে বিজেপি। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘এই সব নেতাদের দল থেকে তাড়ানোর ক্ষমতা তৃণমূলের নেই। তাহলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। তাই দায় ঝাড়তে বিবৃতি দিচ্ছে তৃণমূল।’