সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা। ফল প্রকাশ হতে দেখা যায়, জয় হয়েছে বিক্ষুব্ধদের। ঘটনা উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা পূর্ব বারাসত কৃষি উন্নয়ন সমবায়ের। আর দলীয় এই কোন্দলে ঘি ঢেলেছে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মন্তব্য। তাঁর দাবি, যারা সৎ তাদের জয় হয়েছে।
আরও পড়ুন - ‘দিলীপ ঘোষকে যেভাবে উত্যক্ত করা হয়েছে...!’ দলের তরফে পাশে দাঁড়ালেন শুভেন্দু
আরও পড়ুন - হুইপ জারির পরও সকলে উপস্থিত নন, কারা অনুপস্থিত? তালিকা তৈরি করছে তৃণমূল
আরও পড়ুন - স্ত্রীকে বেদম মারছিল মদ্যপ স্বামী, বাঁচাতে গেলে শ্যালকের কান কামড়াল জামাইবাবু
পূর্ব বারাসত কৃষি সমবায়ে ১২টি আসন। শনিবার ছিল ভোট। দেখা যায়, ১২টি আসনে ২৪ জন প্রার্থীর প্রত্যেকেই তৃণমূল কর্মী। সমবায়ের ৪৯৮ জন সদস্য ভোট দেন। বিকেলে ফল প্রকাশ হলে দেখা যায় ১২টির মধ্যে ৮টি আসনে জয় হয়েছে বিক্ষুব্ধ তৃণমূলিদের। ৪টি আসন পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। এর পরই মুখ খোলেন স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস। তিনি বলেন, যারা সৎ তাদের জয় হয়েছে। যারা অসৎ তারা হেরেছে।
এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলে শুধু কালীঘাটে টাকা পাঠালে সাত খুন মাফ। তাই এই দলে শৃঙ্খলার কেউ পরোয়া করে না। দলেরই প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়ালেও কারও বিরুদ্ধে তৃণমূলের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এতেই স্পষ্ট তৃণমূল দখলদারির একচ্ছত্র রাজত্ব কায়েম রাখতে চায়।