বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > LED monitor in station: খড়গপুর ডিভিশনের ৫০টি স্টেশনে LED স্ক্রিন, লোকালে বসানো হবে TV

LED monitor in station: খড়গপুর ডিভিশনের ৫০টি স্টেশনে LED স্ক্রিন, লোকালে বসানো হবে TV

ট্রেনে বসবে টিভি। প্রতীকী ছবি।

রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচারের জন্য খড়গপুর ডিভিশনের ৫০টি স্টেশনে এলইডি ডিসপ্লে বসানোর কথা আগেই জানানো হয়েছিল। সেইমতো স্টেশনগুলিতে এলইডি বসানো হবে। তার পাশাপাশি এবার লোকাল ট্রেনে টিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এর সাহায্যে যাত্রীদের গান শোনানোর পাশাপাশি দেখানো হবে সিনেমা।

হাওড়া ডিভিশনের পর এবার টিভি বসতে চলেছে খড়গপুর ডিভিশনের লোকাল ট্রেনের কামড়ায়। পাশাপাশি স্টেশনে লাগানো হবে বড় বড় এলইডি। তার মাধ্যমে সচেতনামূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য যাত্রীদের জানানো হবে। পাশাপাশি ট্রেনের সময়সূচিও জানানো হবে এর মাধ্যমে। সবমিলিয়ে লোকাল ট্রেনে বসবে ৭৬৮টি এলইডি টিভি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এগুলি বসানো হবে। এর ফলে ট্রেনের রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করছে রেল।

রেল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচারের জন্য খড়গপুর ডিভিশনের ৫০টি স্টেশনে এলইডি ডিসপ্লে বসানোর কথা আগেই জানানো হয়েছিল। সেই মতো স্টেশনগুলিতে এলইডি বসানো হবে। তার পাশাপাশি এবার লোকাল ট্রেনে টিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এর সাহায্যে যাত্রীদের গান শোনানোর পাশাপাশি দেখানো হবে সিনেমা। এছাড়াও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হবে টিভি এবং এলইডি স্ক্রিনগুলিতে। ট্রেন এবং স্টেশনগুলিতে টিভি এবং এলইডি স্ক্রিন বসানোর জন্য ইতিমধ্যেই একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। পাশাপাশি একটি বিনোদন সংস্থাও ইতিমধ্যেই রেলের সঙ্গে চুক্তি করেছে। ওই বেসরকারি সংস্থা ট্রেন এবং এলইডি স্ক্রিনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চালাবে। ই অকশনের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে। ট্রেন এবং এলইডি স্ক্রিনের সাহায্যে যাত্রীরা বিভিন্ন ধরনের তথ্য বিশেষ করে অনলাইন টিকিট, আইআরসিটিসি পরিষেবা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, মোবাইল অ্যাপের সাহায্যে টিকিট বুকিং প্রভৃতি বিষয় জানতে পারবেন।

এছাড়াও থাকবে ভারতীয় রেল সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য। তাতে থাকবে জরুরি সূচনা, সামাজিক বার্তা, ট্রেন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রভৃতি। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে। ওই সংস্থাটি এলইডির দেখভাল করবে। রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরা। এর ফলে সফর আরও আনন্দদায়ক হবে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গে রেলের আয়ও বাড়বে।রেল সূত্রে জানা গিয়েছে, খড়গপুর ডিভিশনের ৫০টি স্টেশনে ৫২ ইঞ্চির ৪৫৭টি এলইডি লাগানো হবে। পাশাপাশি ডিভিশনের খড়গপুর সহ সাঁতরাগাছি, শালিমার, দিঘা, মেচেদা, মেদিনীপুর, পাঁশকুড়া স্টেশনে বেশ বড় দৈর্ঘ্য-প্রস্থের ১টি ভিডিয়ো ওয়াল তৈরি হবে। এই ডিভিশনে মোট ১২৩৯টি এলইডি, ভিডিয়ো ওয়ালের মাধ্যমে মোট ৩ কোটি ৩৫ লাখ টাকা আয় হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন