সাত সকালে পঞ্চায়েত প্রধানের বাড়ির দরজার সামনে মিষ্টির বাক্সে রাখা বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গার চৌরাশী গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ এসে ২টি বোমা উদ্ধার করেছে। কে বা কারা বোমা রাখল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকালে চৌরাশী গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল ঘরের দরজা খুলেই দেখেন সামনে রাখা আছে একটা মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাটেকটি তুলতে দিয়ে তিনি খেয়াল করেন সেটি বেশ ভারী। এর পর এক কোনা দিয়ে ফাঁক করে দেখতে পান ভিতরে রাখা আছে বোমা। সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানায় খবর দেন বাপ্পা মণ্ডল। পুলিশ পৌঁছে বোমাদু’টি উদ্ধার করে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা পঞ্চায়েক প্রধানের দরজার সামনে বোমা রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওদিকে ঘটনায় আতঙ্কিত পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, কেউ হিংসা করে এই কাজ করে থাকতে পারে। তবে বোমা রাখায় আমি আতঙ্কিত। পুলিশ এটা তদন্ত করে দেখুক।
বলে রাখি, দেগঙ্গায় বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। প্রায়শই রাজনৈতিক সংঘর্ষে সেখান থেকে বোমাবাজির খবর পাওয়া যায়। প্রায় বিরোধীশূন্য এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কোন্দলও নিয়মিত শিরোনামে থাকে। বিরোধীদের দাবি, দলীয় কোন্দলের জেরেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দরজার সামনে বোমা রেখেছে তৃণমূলেরই লোক।