মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী হিংসায় ২ ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার একথা জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। এই ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। তাদের জেরা করে এই ঘটনায় আর কারা যুক্ত জানার চেষ্টা করছে পুলিশ।
অভিযোগ উঠেছে, গত শুক্রবার রাতে সামসেরগঞ্জের জাফরাবাদে ঘর থেকে বার করে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দকে কুপিয়ে খুন করে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকারীরা। পেশায় মৃৎশিল্পী পিতা - পুত্রকে নৃশংসভাবে কোপায় তারা। এই ঘটনায় গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুমুল সমালোচনা শুরু হয়। সেই ঘটনার তিন দিনের মাথায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
সুপ্রতীম সরকার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কালু নাদাব ও দিলদার নাদাব নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা জাফরাবাদ লাগোয়া দিগরি এলাকার বাসিন্দা। কালুকে বীরভূমের মুরারই ও দিলদারকে সুতি থানা এলাকার বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে এই ঘটনায় আর কারা যুক্ত, কেন তারা হামলা চালিয়েছিল, তা জানার চেষ্টা চলছে। ধৃতদের জঙ্গিপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতের দাবি করেছেন তদন্তকারীরা। এই গ্রেফতারির ফলে পুলিশের ওপর চাপ কিছুটা কমল বলে মনে করা হচ্ছে।