ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা চালিয়ে প্রাণ গেল ২ দুষ্কৃতীর। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহারের ভেটাগুড়ি এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নগরমণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায়। মৃত ওই দুই ব্যক্তির নাম হাসানুর রহমান (৩৫)। তার বাড়ি কান্তিরখাওয়া এলাকায়। অপরজন ইউসুফ মিয়া(৫৫)। তার বাড়ি দিনহাটা আটিয়াবাড়ি প্রথম খণ্ড পশ্চিম এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ নগরমণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় একে অপরের সাথে বচসায় জড়ায় দুই দাগী দুষ্কৃতী হাসানুর ও ইউসুখ। তারপর এর পর ২ দুষ্কৃতী একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় পড়ে যায় ২ জনই। স্থানীয়রা তা দেখতে পেয়ে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দিনহাটা এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নগর মণ্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকার ঘটনাস্থলে যান। সেখানে তারা সরেজমিনে ওই জোড়া খুনের তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে।
মৃত হাসানুর রহমানের স্ত্রী সাহেরা বানু জানান, আমাকে পাশের বাড়ির একজন গিয়ে খবর দিলো যে তোমার স্বামীকে কে যেন ছুরি মেরেছে। আমি শোনামাত্র ছুটে গিয়ে দেখে জমিতে পড়ে রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসি, ডাক্তার জানান তার মৃত্যু হয়েছে।