বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পাঁশকুড়ার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২, আহত ৫, উড়ে গেল পা

পাঁশকুড়ার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২, আহত ৫, উড়ে গেল পা

বাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হাসপাতালে আনার পরে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে স্বর্ণলতা ভক্ত নামে এক মহিলার মৃত্যু হয়।আরও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুজনের। তার মধ্যে একজন কিশোরও রয়েছে। পুলিশ সূত্রে খবর,পাঁশকুড়ার একটি বাড়়িতে অবৈধভাবে বাজি মজুত করা হয়েছিল বলে অভিযোগ। আর সেখানেই ঘটে বিস্ফোরণ। এই ঘটনায় পাঁচজনের মৃত্যুও হয়েছে।

এক পদস্থ কর্তার মতে, বাজি মজুত করা হয়েছিল ওই বাড়িটিতে। সেখানেই ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনার পরে বাড়ির একাংশ ভেঙে পড়়ে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে। বাজির নমুনা ওই বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে।

স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল ১১টা নাগাদ আচমকা বিকট শব্দ হয়। তারপরেই সকলে ছুটে যান এলাকায়। সেখানে দেখা যায় সাতজন পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে এলাকা।

হাসপাতালে আনার পরে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে স্বর্ণলতা ভক্ত নামে এক মহিলার মৃত্যু হয়।আরও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক পদস্থ কর্তা জানিয়েছেন, শ্রীকান্ত ভক্ত নামে এক ব্যক্তি ওই বাড়ির মালিক। বাজি তৈরি করার জন্য় তার একটা লাইসেন্স ছিল। কিন্তু সেটি একবছর আগেই মেয়াদ ফুরিয়ে যায়। আর সেই বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ।

 

বন্ধ করুন