বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bomb Recovered: বীরভূমে দুই ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার, তদন্তে নামল পুলিশ, এল বম্ব স্কোয়াড

Bomb Recovered: বীরভূমে দুই ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার, তদন্তে নামল পুলিশ, এল বম্ব স্কোয়াড

ড্রাম ভরতি তাজা বোমা

কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা জামিনে মুক্ত হয়ে আবার অবাধে দুষ্কৃতী কাজ চালাচ্ছে। ফলে এসব ঘটনার লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাথাভাঙা, মানিকচক, কুলপি, মিনাখাঁ, কাঁকিনাড়া, পূর্ব মেদিনীপুরে বোমা উদ্ধার থেকে ফাটার মতো ঘটনা ঘটেছে। আর এবার মাড়গ্রামে দু-ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে যেন বারুদের স্তূপে রয়েছে বীরভূম। কারণ বারবার এখানে শুটআউট থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। এদিকে আজ, শনিবার মাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রধানের ভাই ও তাঁর সঙ্গীকে খুনের ঘটনায় ধৃতদের জেরা করল পুলিশ। আর তারপরই উদ্ধার হল দুই ড্রাম ভর্তি তাজা বোমা। দ্বারকা নদীর ঘুটিনা ঘাটের পাড়ে ড্রামগুলি পোঁতা ছিল। এই বোমাগুলি উদ্ধার করে মাড়গ্রাম থানার পুলিশ। দুটি ড্রামে অন্তত ৪০টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য আসছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

কী তথ্য উঠে আসছে?‌ গত পাঁচ দিনে তিনটে শ্যুটআউটের ঘটনা ঘটল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। রবিবার সকালে জগদ্দলে, বুধবার রাতে টিটাগর জিসি ঘোষ রোডে আর বৃহস্পতিবার রাতে ভাটপাড়ায় দুষ্কৃতীরা গুলি চালায়। সুতরাং আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। আবার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের মাদরাল দিঘির পাড় এলাকায় ৪০টির মতো তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কারা বোমা মজুত করেছিল তা খুঁজে দেখার কাজ চলছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ একটি ঘটনার তদন্তে নেমেছিল। ফেব্রুয়ারি মাসে মাড়গ্রামে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই ও এক কর্মীর। তার কদিন পর বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকেও বোমা উদ্ধার হয়। এবার আবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল। সংশ্লিষ্ট ঘটনায় ধৃতদের জেরা করে সেই তথ্যের ভিত্তিতে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুটি ড্রামে অন্তত ৪০টি বোমা রয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, শ্যুটআউটের ঘটনার পাশাপাশি ৩৫ নম্বর ওয়ার্ডে দিঘিরপাড় এলাকা থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। তিনটি প্লাস্টিকের ড্রামে বোমাগুলি রাখা ছিল। এই ঘটনায় প্রবল আতঙ্ক তৈরি হয়েছে ব্যারাকপুরে। পুলিশের একাংশ মনে করছেন, অপরাধীরা জামিনে ছাড়া পেয়ে নতুন করে অশান্তি পাকাচ্ছে। গতবছর জুন-জুলাই মাসে পরপর খুনের ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা জামিনে মুক্ত হয়ে আবার অবাধে দুষ্কৃতী কাজ চালাচ্ছে। ফলে এসব ঘটনার লাগাম টানা সম্ভব হচ্ছে না। মাথাভাঙা, মানিকচক, কুলপি, মিনাখাঁ, কাঁকিনাড়া, পূর্ব মেদিনীপুরে বোমা উদ্ধার থেকে ফাটার মতো ঘটনা ঘটেছে। আর এবার মাড়গ্রামে দু-ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।

বন্ধ করুন