বন্ধুদের মারে মৃত্যু হল যুবকের বলে অভিযোগ উঠেছে। দুই বন্ধু মিলে বেধড়ক মারধর করার জেরে মৃত্যু হল এক যুবকের বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের বালুরঘাটের নামাবঙ্গি এলাকার ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে ওই দু’জন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাদের এখনও গ্রেফতার করেনি পুলিশ। ওই দুই বন্ধুর সঙ্গে এই যুবকের কোনও পুরনো শত্রুতা ছিল কিনা বা লেনদেন ছিল কিনা তা নিয়ে চলছে খোঁজখবর।
ঠিক কী ঘটেছে বালুরঘাটে? স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম আকাশ দত্ত (২৬)। ওই যুবক উত্তর দিনাজপুরের বালুরঘাটের নামাবঙ্গি এলাকার বাসিন্দা। পেশায় ছিলেন টোটোচালক। গত মঙ্গলবার রাতে আকাশ তাঁর দুই বন্ধু সুরজ রবিদাস এবং স্বপন মোহন্তর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেই আড্ডাস্থলেই শুরু হয়ে যায় সুরজ–আকাশের কথা কাটাকাটি। সেখান থেকে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। তখন স্বপন আকাশের দিকে তেড়ে মারতে আসে। আর দু’জনে মিলে আকাশকে বেধড়ক মারধর করা হয়। তাতে আকাশ অসুস্থ হযে পড়ে।
তারপর ঠিক কী ঘটল? পরিবার সূত্রে খবর, মারধর খেয়ে অসুস্থ অবস্থায় রাতে বাড়ি ফিরে আসেন যুবক আকাশ। কিন্তু মাঝরাতে অসুস্থতা বাড়তে থাকে। তখন পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে আকাশকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। যদিও স্থানান্তরিত হওয়ার আগেই মৃত্যু হয় আকাশের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ দায়ের হয়েছে থানায়।
আর কী জানা যাচ্ছে? যুবক আকাশ দত্ত পরিবারের একমাত্র রোজগেড়ে সদস্য ছিলেন। তাই তাঁর মৃত্যুতে জোর ধাক্কা লেগেছে প্রায় পরিবারের সকল সদস্যের। ছেলের এভাবে মৃত্যুর ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন আকাশের বাবা আনন্দ দত্ত। তবে কী কারণে সুরজ এবং স্বপনের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন আকাশ সেটা এখনও স্পষ্ট নয়। এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup