বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > একই ঘর–একই পাখায় ঝুলন্ত দুই জায়ের দেহ, রায়গঞ্জে আটক শিক্ষক স্বামীরা

একই ঘর–একই পাখায় ঝুলন্ত দুই জায়ের দেহ, রায়গঞ্জে আটক শিক্ষক স্বামীরা

দুই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

দুই জা–এর মধ্যে সুসম্পর্ক ছিল। তবে স্বামীরা স্ত্রীদের তেমন গুরুত্ব দিতেন না। বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের জেরে অশান্তি হতো। এই ঘটনার পর দুই শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীদের খুনের অভিযোগ তুলেছে মৃতদের বাপের বাড়ির সদস্যরা। তাই এই ঘটনার তদন্তে খোদ পুলিশ সুপার নেমেছেন।

দুই জায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিরল দৃশ্য হল, একই ঘরে এবং একই পাখায় দুই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এমন দৃশ্য আগে দেখা যায়নি। ঘটনাস্থল রায়গঞ্জের অশোকপল্লির ৩ নম্বর ওয়ার্ড। এই দুই স্ত্রীর স্বামীরা পেশায় শিক্ষক। সুতরাং সাংসারিক অভাব ছিল না। তাহলে এমন ঘটনা কেন ঘটল?‌ তদন্তে পুলিশ।

ঠিক কী ঘটেছে রায়গঞ্জে?‌ স্থানীয় সূত্রে খবর, দুই জা–এর মধ্যে সুসম্পর্ক ছিল। তবে স্বামীরা স্ত্রীদের তেমন গুরুত্ব দিতেন না। বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের জেরে অশান্তি হতো। এই ঘটনার পর দুই শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রীদের খুনের অভিযোগ তুলেছে মৃতদের বাপের বাড়ির সদস্যরা। তাই এই ঘটনার তদন্তে খোদ পুলিশ সুপার নেমেছেন।

এদের পারিবারিক পরিচয় কী?‌ পরিবার সূত্রে খবর, মৃত গৃহবধূদের নাম সুজাতা সরকার এবং বর্ণালী সরকার। সুজাতার স্বামী সুমন সরকার পেশায় রায়গঞ্জের হাতিয়া হাইস্কুলের শিক্ষক। আর বর্ণালীর স্বামী, সুজন সরকার ইটাহারের রাজগ্রাম হাইস্কুলের শিক্ষক। বুধবার রাতে একই ঘর, একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দুই জায়ের মৃতদেহ উদ্ধার হয়।

ঠিক কী তথ্য পেল পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, এই দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। মানসিক অবসাদ থেকে এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। দুই গৃহবধূর একজন করে সন্তান রয়েছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিস সুপার সানা আখতার জানান, তদন্ত শুরু হয়েছে।

বন্ধ করুন