ঝড়ের মধ্যে বাজ পড়ে দুই যুবকের মৃত্যু হল মুর্শিদাবাদে। ঘটনায় কমপক্ষে আরও ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার রমনা-বিলপাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেলের চিকিৎসকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতেরা হলেন - তাহাবুল শেখ (১৭) ও সহিদুল ইসলাম (১৬)। দু’জনে একই পরিবারের সদস্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকাই প্রবল ঝড় উঠে। সেই সময় মৃত ও আহতরা একটি ঝিলপাড়ে বসেছিলেন। ঝড় আসায় তাঁরা সেখান থেকে উঠে পাশেই একটি পরিত্যক্ত ঝুপড়িতে আশ্রয় নেন। সেই সময় ওই ঘরের উপরেই প্রচণ্ড জোরে বাজ পড়ে। ঘটনাস্থলেই ওই দু’জন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাকিরা আহত হয়ে এদিক ওদিক ছিটকে পড়েন।
মৃতদের জ্যাঠা টনি শেখ বলেন, ‘ কয়েকজন গ্রামবাসী মাঠে কাজ করার পরে ওই ঝিলের ধারে বিশ্রাম নিচ্ছিলেন। ঝড় উঠলে তাঁরা দৌড়ে গিয়ে পরিত্যক্ত ঝুপড়ির মধ্যে ঢুকে পড়েন।সেই সময়েই বজ্রপাত হয়।’ এ প্রসঙ্গে হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের দল ও প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহায্য করবে।’