বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mal River Disaster: মুখ্যমন্ত্রী সভায় ঢুকতে পারলেন না মামা–ভাগ্নে, হরপা বান থেকে মানুষদের বাঁচান

Mal River Disaster: মুখ্যমন্ত্রী সভায় ঢুকতে পারলেন না মামা–ভাগ্নে, হরপা বান থেকে মানুষদের বাঁচান

তরিফুল ইসলাম এবং ফরিদুল ইসলাম।

এদিন মামা–ভাগ্নে আশা করেছিলেন তাঁদেরও ডাকা হবে বৈঠকে। একবার মুখ্যমন্ত্রীকে প্রণাম করবেন। কিন্তু গোটা বিষয়টি সম্ভব হয়নি শুধু পুলিশের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ডাক না পেলেও স্থানীয়দের প্রশংসা পেয়েছেন তাঁরা। তবু অনেক আশা নিয়ে এই দুই যুবক মাল আদর্শ বিদ্যাভবনে আসেন।

বিজয়া দশমীর রাতে মাল নদীতে হড়পা বান এসেছিল। তার জেরে প্রাণ হারিয়েছিলেন ৮ জন। এখানেই জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন তাঁরা। সম্পর্কে তাঁরা মামা–ভাগ্নে। নাম তরিফুল ইসলাম এবং ফরিদুল ইসলাম। এখানে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে গতকাল বলেছিলেন, যাঁরা মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাঁদের প্রশাসনিক সভায় ডাকা হবে। দু’‌একটা নামও বলেছিলেন। কিন্তু তারপরেও আজ তাঁরা সভায় ঢুকতে পারলেন না বলে অভিযোগ।

ঠিক কী ঘটেছে মালবাজারে?‌ সোমবার এখানে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা হয় সেদিনের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের। মুখ্যমন্ত্রী নিজে বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন। খোঁজ নিয়েছেন তাঁদের। আজ, মঙ্গলবার এনডিআরএফের সঙ্গে উদ্ধারে নামা দারা সিং, মানিক মহম্মদদের সরকারি বৈঠকে ডাকা হয়েছে। কিন্তু বাদ পড়েছেন মামা–ভাগ্নে তরিফুল এবং ফরিদুল।

তারপর সেখানে কী ঘটল?‌ এদিন মামা–ভাগ্নে আশা করেছিলেন তাঁদেরও ডাকা হবে বৈঠকে। একবার মুখ্যমন্ত্রীকে প্রণাম করবেন। কিন্তু গোটা বিষয়টি সম্ভব হয়নি শুধু পুলিশের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ডাক না পেলেও স্থানীয়দের প্রশংসা পেয়েছেন তাঁরা। তবু অনেক আশা নিয়ে এই দুই যুবক মাল আদর্শ বিদ্যাভবনে আসেন। কিন্তু আমন্ত্রণ না থাকায় পুলিশ তাঁদের ঢুকতেই দিলেন না। আর তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

ঠিক কী বলছেন মামা–ভাগ্নে?‌ এই ঘটনা নিয়ে তরিফুল ইসলাম–ফরিদুল ইসলাম বলেন, ‘‌বিজয়া দশমীর দিন উদ্ধারকার্যে আমাদের দু’জনের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এরপর অনেকেই আমাদের সম্বর্ধনা দেন। এখানকার বিধায়ক আমাদের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু ওই তালিকায় সকলের নাম থাকলেও আমরা কেন বাদ?‌ বুঝতে পারছি না। তারপরও আশা নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের বের করে দেয়।’‌

বাংলার মুখ খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.