বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri: বস্তির ভিতরে ঢুকে তাণ্ডব চালাল দলছুট হাতি, মৃত্যু একই পরিবারের ২ জনের, আহত ২

Jalpaiguri: বস্তির ভিতরে ঢুকে তাণ্ডব চালাল দলছুট হাতি, মৃত্যু একই পরিবারের ২ জনের, আহত ২

হাতির হামলায় মৃত্য ব্যক্তির। প্রতীকী ছবি

গতকাল গভীর রাতে ডায়নার জঙ্গল থেকে কলাবাড়ি এলাকায় চলে আসে ৩টি দল ছুট হাতি। এর মধ্যে একটি হাতি গাড়ালাইন বস্তিতে ঢুকে সবকিছু তছনচ করতে শুরু করে। তখনই একই পরিবারের দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম বাবুরাম মাঝি (৬৩) এবং বাহামুনি মাঝি (৫৩)।

আবারও হাতির হানায় মৃত্যু! দলছুট হাতির হামলায় মৃত্যু হল একই পরিবারের ২ সদস্যের। এছাড়াও ওই পরিবারেরই আরও ২ কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাটের কলাবাড়ি চা বাগান এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় বনকর্মীদের ঘিরে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। তাঁরা মৃতদেহ নিয়ে যেতে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, গতকাল গভীর রাতে ডায়নার জঙ্গল থেকে কলাবাড়ি এলাকায় চলে আসে ৩টি দল ছুট হাতি। এর মধ্যে একটি হাতি গাড়ালাইন বস্তিতে ঢুকে সবকিছু তছনছ করতে শুরু করে। তখনই একই পরিবারের দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম বাবুরাম মাঝি (৬৩) এবং বাহামুনি মাঝি (৫৩)। আহত হয়েছেন ওই পরিবারেরই সদস্য আশা মাঝি (৩০) এবং আট বছরের এক শিশু রাজবীর মাঝি।

এই ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি বন স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে যান। এলাকাবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ করেন। তাঁদের মৃতদেহ নিয়ে যেতে বাধা দেন। স্থানীয়দের বক্তব্য, যখন তখন হাতি চলে আসছে। প্রায় প্রতিদিনই হাতির হানায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জমির ফসলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বনদফতরের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এমনকি হাতির হামলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না। অন্যদিকে, বন স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানান, হাতির হামলায় যে দুজনের মৃত্যু হয়েছে সরকারি নিয়ম মেনে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি যাদের বাড়ি ভেঙেছে তারাও ক্ষতিপূরণ পাবেন বলে আশা দিয়েছেন শুভাশিস রায়।

বন্ধ করুন