বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Canning Incident: ক্যানিংয়ে নাবালিকার বিয়ে আটকাতে গেল পুলিশ, মাথা ফাটাল পড়শিরা, গ্রেফতার ১

Canning Incident: ক্যানিংয়ে নাবালিকার বিয়ে আটকাতে গেল পুলিশ, মাথা ফাটাল পড়শিরা, গ্রেফতার ১

পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। (HT_PRINT)

নাবালিকার বিয়ে দেওয়ার খবর পেয়ে এসেছিল ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানার অন্তর্গত মৌখালি এলাকায় বিয়ের আসর বসে। খবর পেয়েই পৌঁছয় ক্যানিং থানার সাব–ইন্সপেক্টর সহ ভিলেজ পুলিশ। আইন বিরুদ্ধ কাজ বন্ধ করতে বলেন। তাতেই ক্ষেপে গিয়ে নাবালিকার প্রতিবেশীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ।

সমাজের বুকে যে অপরাধ ঠেকানো দরকার সেটাই করতে গিয়েছিলেন দুই পুলিশকর্মী। আর তাঁদেরই আক্রান্ত হতে হল। নাবালিকার বিয়ে রুখতে গিয়েছিলেন তাঁরা। তার জেরে ক্যানিংয়ে ধুন্ধুমার ঘটনা ঘটল। আক্রান্ত হলেন এসআই এবং ভিলেজ পুলিশ। নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে এসআই ও ভিলেজ পুলিশকে ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল নাবালিকার প্রতিবেশীদের বিরুদ্ধে। এমনকী ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও বলে অভিযোগ উঠেছে।

ঠিক কী ঘটেছে ক্যানিংয়ে?‌ স্থানীয় সূত্রে খবর, মৌখালি এলাকার ১৭ বছরের কিশোরীর সঙ্গে এক নাবালকের প্রেম ছিল। সেটাকেই তড়িঘড়ি পরিণতি দিতে চেয়েছিল দুই পরিবার। তাই সোমবার সন্ধ্যায় দু’জনের বিয়ের আয়োজন করা হয়। দ্রুত সেই খবর ক্যানিং থানার পুলিশের কাছে পৌঁছয়। পুলিশ আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাবালিকা–সহ পরিবারের লোকজন। তখনই পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরও করা হয়। পরে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী এসে আক্রান্ত এসআই এবং ভিলেজ পুলিশকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ সঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

আর কী জানা যাচ্ছে?‌ নাবালিকার বিয়ে দেওয়ার খবর পেয়ে এসেছিল ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানার অন্তর্গত মৌখালি এলাকায় বিয়ের আসর বসে। খবর পেয়েই পৌঁছয় ক্যানিং থানার সাব–ইন্সপেক্টর সহ ভিলেজ পুলিশ। আইন বিরুদ্ধ কাজ বন্ধ করতে বলেন। তাতেই ক্ষেপে গিয়ে নাবালিকার প্রতিবেশীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকী ইট দিয়ে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, পুলিশের উপর যারা আক্রমণ করেছে তাদের খোঁজা হচ্ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, কর্তব্যরত অবস্থায় থাকা সরকারি কর্মীদের মারধর করা–সহ নানা ধারায় অভিযোগ দায়ের করে তাদের আদালতে পেশ করা হবে। বাকি অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে।

বন্ধ করুন