বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Panchayat Election: কুড়ি বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন, কাদের অগ্নিপরীক্ষা দিতে হবে?‌

Panchayat Election: কুড়ি বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন, কাদের অগ্নিপরীক্ষা দিতে হবে?‌

অনীত থাপা

কালিম্পং জেলার স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম পঞ্চায়েত নির্বাচন হবে। এখানে ব্লকের সংখ্যা চারটি। কালিম্পং–১, লাভা, পেডং এবং গোরুবাথান। এই চারটি ব্লকে আসন সংখ্যা ৭৬টি এবং ৪২টি গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ২৮১টি। গত ৯ নভেম্বর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রায় দু’‌দশক পর পাহাড়ে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে, ঝিমিয়ে পড়েছে বিজেপি। আর গুরুং বাহিনী কার্যত নিষ্ক্রিয়। উল্টোদিকের ছবিটা হল— এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে দার্জিলিং, কালিম্পংয়ে ঘাম ঝরাতে শুরু করেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। লোকসভা নির্বাচনের আগে অনীত ও অজয়ের কাছে এটাই অগ্নিপরীক্ষা বলে মনে করা হচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কতদূর?‌ দার্জিলিং ও কালিম্পংয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন পঞ্চায়েতের আসন সংরক্ষণের এবং সীমানা নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করেছে। এখন দার্জিলিং পাহাড়ে ব্লকের সংখ্যা পাঁচটি। যথাক্রমে— পুলবাজার, সুখিয়াপোখরি, রংলি রংলিয়ট, কার্শিয়াং এবং মিরিক। এই পাঁচটি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ১৫৬টি। এখানে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৭০টি। তাতে আসন সংখ্যা ৫৯৮। সুতরাং এখানের পঞ্চায়েত নির্বাচন টানটান উত্তেজনার মধ্যে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ কালিম্পং জেলার স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম পঞ্চায়েত নির্বাচন হবে। এখানে ব্লকের সংখ্যা চারটি। কালিম্পং–১, লাভা, পেডং এবং গোরুবাথান। এই চারটি ব্লকে আসন সংখ্যা ৭৬টি এবং ৪২টি গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ২৮১টি। গত ৯ নভেম্বর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, ‘‌রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতো পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’‌

পাহাড়ের সমীকরণ ঠিক কেমন?‌ এখন পাহাড়ের রাস্তায় নেমে পড়েছে জিটিএ’র চিফ অনীত থাপার দল। এবার জিটিএ’র নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে তারা পেয়েছে ২৬টি আসন। এই বিষয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র সুভাষ প্রধান বলেন, ‘‌হিংসার রাজনীতির বাইরে গিয়ে রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে পাহাড়ের উন্নয়ন করা সম্ভব সেটা প্রমাণ করেছেন জিটিএ চিফ। উন্নয়নকে ইস্যু করেই পঞ্চায়েত নির্বাচন হবে।’‌ অন্যদিকে দার্জিলিং পুরসভার নির্বাচনে চমক দিয়েছে অজয়ের হামরো পার্টি। তারা ৩২টি আসনের মধ্যে ১৮টি দখল করেছে। এই বিষয়ে অজয় বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে।’‌

বন্ধ করুন