বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hooghly river drowning: ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন! মর্মান্তিক দুর্ঘটনা

Hooghly river drowning: ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন! মর্মান্তিক দুর্ঘটনা

নদীতে ডুবে মৃত্যু দুই বোনের। প্রতীকী ছবি।

দুই বোন তপসিয়ার পঞ্চানন তলার বাসিন্দা। বাবা জাকির হোসেন ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে তারা ঘুরতে গিয়েছিল। গতকাল রবিবার সন্ধ্যায় কুঁকড়াহাটি থেকে ভেসিলে করে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

বাবার সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ভরসন্ধায় ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেটি ঘাটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত দুই বোনের নাম আতিফা পারভিন (৬) ও সীতারা নাজ (৮)। নদীতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেও দুই বোনের কোনও হাদিস মেলেনি। এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

নিমতলা ঘাটে বানের জলে তলিয়ে গেলেন তিন যুবক, মালবাজারের ছায়া শহরে

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বোন তপয়ার পঞ্চানন তলার বাসিন্দা। বাবা জাকির হোসেন ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে তারা ঘুরতে গিয়েছিল। গতকাল রবিবার সন্ধ্যায় কুঁকড়াহাটি থেকে ভেসিলে করে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। মোট ১০ জন যাত্রী ছিল ওই ভেসেলে। এরপর সন্ধ্যা ছটা নাগাদ ডায়মন্ড হারবার জেটি ঘাটে ভেসেলটি নোঙ্গর করে। ওই ভেসেলের সামনে ছিল আরও একটি ভেসেল। তবে দুটি ভেসেলের মাঝখানে কিছুটা ফাঁক ছিল। এরপর দুই বোন ভেসেল থেকে নামতে গিয়ে সেই ফাঁক লক্ষ্য করেনি। তারা সোজা হুগলি নদীতে পড়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। কুইক রেসপন্স টিম এবং সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ডায়মন্ড হারবারের এসডিও অঞ্জন ঘোষও ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও দুই বোনের কোনও হদিস মেলেনি। এরকম মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার।

বন্ধ করুন