বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Hooghly river drowning: ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন! মর্মান্তিক দুর্ঘটনা

Hooghly river drowning: ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন! মর্মান্তিক দুর্ঘটনা

নদীতে ডুবে মৃত্যু দুই বোনের। প্রতীকী ছবি।

দুই বোন তপসিয়ার পঞ্চানন তলার বাসিন্দা। বাবা জাকির হোসেন ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে তারা ঘুরতে গিয়েছিল। গতকাল রবিবার সন্ধ্যায় কুঁকড়াহাটি থেকে ভেসিলে করে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

বাবার সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। ভরসন্ধায় ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেটি ঘাটে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত দুই বোনের নাম আতিফা পারভিন (৬) ও সীতারা নাজ (৮)। নদীতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেও দুই বোনের কোনও হাদিস মেলেনি। এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

নিমতলা ঘাটে বানের জলে তলিয়ে গেলেন তিন যুবক, মালবাজারের ছায়া শহরে

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বোন তপয়ার পঞ্চানন তলার বাসিন্দা। বাবা জাকির হোসেন ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে তারা ঘুরতে গিয়েছিল। গতকাল রবিবার সন্ধ্যায় কুঁকড়াহাটি থেকে ভেসিলে করে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। মোট ১০ জন যাত্রী ছিল ওই ভেসেলে। এরপর সন্ধ্যা ছটা নাগাদ ডায়মন্ড হারবার জেটি ঘাটে ভেসেলটি নোঙ্গর করে। ওই ভেসেলের সামনে ছিল আরও একটি ভেসেল। তবে দুটি ভেসেলের মাঝখানে কিছুটা ফাঁক ছিল। এরপর দুই বোন ভেসেল থেকে নামতে গিয়ে সেই ফাঁক লক্ষ্য করেনি। তারা সোজা হুগলি নদীতে পড়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ এবং পুরসভার আধিকারিকরা। কুইক রেসপন্স টিম এবং সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ডায়মন্ড হারবারের এসডিও অঞ্জন ঘোষও ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও দুই বোনের কোনও হদিস মেলেনি। এরকম মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার।

বাংলার মুখ খবর

Latest News

নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.