বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Extra-Marital Affairs: নাবালক প্রেমিকের সঙ্গে পালাল দুই ছেলের মা, প্রেমের টানে ময়নায় তুঙ্গে আলোড়ন

Extra-Marital Affairs: নাবালক প্রেমিকের সঙ্গে পালাল দুই ছেলের মা, প্রেমের টানে ময়নায় তুঙ্গে আলোড়ন

নাবালকের হাত ধরে ঘর ছাড়লেন তিলখোজা গ্রামের দুই সন্তানের মা।

মিসড কল থেকে আলাপ। তার পর সম্পর্ক গড়ায় প্রেমে। একাধিকবার ভিডিয়ো কলে কথা হয়। পরস্পরকে দেখে উভয়ের পছন্দও হয়। অতীত কোনও বাধা হবে না বলেছিল নাবালক প্রেমিক। তাই স্বামী–সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে তার বাড়িতে গিয়ে ওঠে গৃহবধূ প্রেমিকা। এই সম্পর্ক মেনে নিতে চায়নি নাবালকের পরিবার।

মোবাইলে মিসড কল থেকে যোগাযোগের সূত্রপাত। তারপর আলাপের সূত্র ধরে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে ময়না থানার আনন্দপুর গ্রামের ১৭ বছরের নাবালকের হাত ধরে ঘর ছাড়লেন তিলখোজা গ্রামের দুই সন্তানের মা। ২৫ বছরের গৃহবধূর এই কাণ্ডে এখন এলাকায় আলোড়ন তুঙ্গে। তবে সংসার পাতা হল না। সারাদিন টানাপোড়েন শেষে দু’জনকেই ফিরতে হল নিজের বাড়িতে। থমথমে পরিবেশ দুই বাড়িতেই।

ঠিক কী ঘটেছে ময়নায়?‌ স্থানীয় সূত্রে খবর, স্বামীর সংসার ছেড়ে রবিবার রাতে এক সন্তানকে নিয়ে নাবালকের বাড়িতে এসে ওঠেন ওই প্রেমিকা গৃহবধূ। এই ঘটনায় মূর্ছা যাওয়ার জোগাড় কিশোরের বাবা–মায়ের। তৎক্ষণাৎ প্রতিবেশীদের ডেকে রাতেই যুগলকে নিয়ে যাওয়া হয় ময়না থানায়। সোমবার ময়না থানার ওসি গোপাল পাঠকের উপস্থিতিতে দুই পরিবারের সদস্যের নিয়ে শুরু হয় দীর্ঘ বৈঠক। তবে গোধূলি বেলায় কিশোর এবং তার প্রেমিকা গৃহবধূ দু’জনকে নিজেদের অভিভাবকদের হাতে তুলে দেয় পুলিশ। ওসি বলেন, ‘‌দু’জনকে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’‌

তারপর ঠিক কী জানা যাচ্ছে?‌ বিবাহিত গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নাবালক। আর স্বামী–সন্তানদের ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বাধার স্বপ্ন দেখেন যুবতী গৃহবধূ। এভাবেই চলছিল প্রেম। কয়েকদিন আগে হঠাৎই স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন গৃহবধূ। ২৫ বছরের ওই যুবতী গৃহবধূর বাপেরবাড়ি তিলখোজা গ্রামে। আট বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁর সাত ও পাঁচ বছরের দু’টি ছেলে আছে। বড় ছেলে স্কুলের হস্টেলে থাকে। বিয়ের পর দম্পতির মধ্যে অশান্তি লেগেছিল। তাই ওই যুবতী গৃহবধূ বাপেরবাড়িতে ছিলেন।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, মিসড কল থেকে আলাপ। তার পর সম্পর্ক গড়ায় প্রেমে। একাধিকবার ভিডিয়ো কলে কথা হয়। পরস্পরকে দেখে উভয়ের পছন্দও হয়। অতীত কোনও বাধা হবে না বলেছিল নাবালক প্রেমিক। তাই স্বামী–সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে তার বাড়িতে গিয়ে ওঠে গৃহবধূ প্রেমিকা। এই সম্পর্ক মেনে নিতে চায়নি নাবালকের পরিবার। পুলিশ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকে বসে। সেখানে ওই যুগল পরস্পরকে ভালবাসে ও ভবিষ্যতে একসঙ্গে থাকতে চায় বলে জানায়। এই সম্পর্ক নিয়ে আপত্তিতে পুলিশ উভয়কেই তাঁদের অভিভাবকদের হাতে তুলে দেয়। ওই বধূর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বন্ধ করুন