রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন দুই বাঙালি ট্যুর অপারেটর। সান্দাকফুর জঙ্গলে ওই ২ টুর অপারেটর নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। তাদের পরিবারের দাবি, শনিবার থেকে ওই দুজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই পরিবারের তরফ নিখোঁজের ডায়েরি করা হয়েছে। নিখোঁজ হওয়া ২ ট্যুর অপারেটরের নাম দীপেশ সাহা এবং তার সঙ্গী বাবাই দে।
পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, গত ২৪ মে পর্যটকদের একটি দল নিয়ে ওই দু'জন সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ২৫ মে তারা গন্তব্যস্থলে পৌঁছন। তারপর গত শনিবার থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দীপেশ সাহার স্ত্রী স্বপ্না সাহা জানিয়েছেন, শনিবার কালিপোখরিতে যাওয়ার পর ওই দু'জন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন। কিন্তু, তারা জঙ্গলের এতটাই ভিতরে প্রবেশ করেছিলেন যে সেখান থেকে আর ফিরে আসতে পারেনি। এরইমধ্যে রবিবার তারা বাড়িতে ফোন করে জানায় যে তারা একটি ঝরনার কাছে রয়েছে। তাদের কাছে খাবার, পানীয় জল কিছুই নেই। বিষয়টি জানার পরেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিবারের সদস্যরা। দুই ট্যুর অপারেটরকে উদ্ধার করতে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন।
পরিবারের তরফে সাহায্যের জন্য স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে আবেদন জানানো হয়েছে। তার ভিত্তিতে বিষয়টি জেলাশাসককে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, ওই দুইজন ট্যুর অপারেটর ১৮ জন পর্যটককে নিয়ে গিয়েছিলেন। এখন ওই দুজন নিখোঁজ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পর্যটকরা। অন্যদিকে, তাজমহল বেড়াতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার। তার মৃতদেহ নিয়ম মেনে মালদায় নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর।