টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির তিন বাসিন্দা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের সেরুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। ঘটনার সময় ওই মাটির দোতলা বাড়ির গৃহকর্তা আনসার কাজি তাঁর স্ত্রী সাগিনা বেগম ও মেয়ে বৃষ্টি খাতুনকে নিয়ে ঘরেই ছিলেন। রোজকার মতো রাতের খাওয়া-দাওয়ার সেরে শুতে চলে যায় পরিবারটি।
সকালে উঠে সবাই মিলে চা খেতে বসেছিলেন। সেই সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা বাড়িটি। অবশ্য ঘরের এক কোণায় বসায় প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের তিন সদস্য। ঘটনার জেরে বাড়ির মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে যায়। আপাতত তাঁদের অপর একটি চালা ঘরে আশ্রয় নিয়েছে ওই পরিবার। স্থানীয় প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবি করেছে ওই দুর্গত পরিবার।