অনলাইনে দেখা যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (Uchha Madhyamik Result 2023)। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com থেকে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন (ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে)। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in থেকেও উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Results 2023) ফলাফল দেখা পাওয়া যাচ্ছে। দু'জায়গায় প্রতি বিষয়ের নম্বর, প্রতি বিষয়ে প্রাপ্ত গ্রেড, প্রতিটি বিষয়ের পার্সেন্টাইল, মোট নম্বর, মোট নম্বরের ভিত্তিতে প্রাপ্ত গ্রেড, চূড়ান্ত পার্সেন্টাইল দেখতে পাবেন পড়ুয়ারা। তবে আজ পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। আগামী ৩১ মে মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। সেদিন স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
কীভাবে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট bangla.hindustantimes.com-তে যেতে হবে।
২) হোমপেজের একেবারেই মাথায় ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ আছে। সেখানে রোল নম্বর লেখার জায়গায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে। ক্লিক করতে হবে ‘ক্লিক করুন’ বাটনে।
৩) স্ক্রিনে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
আরও পড়ুন: WBJEE 2023 Results: উচ্চমাধ্যমিকের পরেই রাজ্য জয়েন্টের রেজাল্ট, কবে? কখন র্যাঙ্ক কার্ড পাবেন?
কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
১) ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (National Informatics Centre) অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজের একেবারে উপরে 'West Bengal Examination Results 2023 Hosted by National Informatics Centre' আছে। তারপর আছে ‘Latest Announcement’। সেটার ঠিক নীচেই ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results- 2023' লিঙ্ক আছে। সেখানে ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। রোল নম্বর এবং সিকিউরিটি কোডের জায়গা আছে (এবার রেজিস্ট্রেশন নম্বর লাগবে না, শুধু রোল নম্বর দিলেই হবে)। সেই তথ্য দিয়ে ‘Submit’-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখাবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)