ফের সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক লেখেন, ‘তাড়াতাড়ি পুরসভা নির্বাচন হোক। বিপ্লব দেব শিখিয়েছে কী করে পুরভোট করতে হয়।’ তৃণমূল বিধায়কের এই পোস্টকে ঘিরে ফের বিতর্ক দানা বেঁধেছে।
নিজের করা পোস্টটি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান, ‘এটা তো ক্ষোভের থেকে বলেছি। বিরোধী দলের মুখ বন্ধ করা, গণতন্ত্রকে হত্যা করা, এই সব কিছুর পথ দেখাচ্ছে বিজেপি। ওদের দেখানো পথে যখন ওরা নিজেরা আক্রান্ত হবে, তখন ওরা নানাভাবে চিৎকার চেঁচামেচি শুরু করবে। আমরা দেখতে চাই সেই সময় ওরা কী বলে। সেই কারণেই পোস্ট করেছি।’
উদয়ন এই প্রসঙ্গে আরও বিস্তারিত ব্যাখা দিয়ে জানান, ‘কিছুদিন আগে রাজ্যে পাঁচ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হল। সেই উপনির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হল। বিরোধীরা সরকারি দলের কর্মীদের দ্বারা আক্রান্তের কথা বললেন না। কোথাও কোনও অভিযোগ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরায় পুর নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। যুব নেত্রী প্রচারে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। তাঁকে আটকে রাখার চক্রান্ত করা হচ্ছে। এরপরে পুরসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। তখন যদি এই ধরনের ঘটনা হয়, তখন তো বিজেপি চিৎকার করবে গণতন্ত্র গেল বলে। রাষ্ট্রপতি শাসন হোক। নানাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হবে।’
উদয়নের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফে জানানো হয়েছে, 'ত্রিপুরায় যেতে হবে না। ভোট কীভাবে করতে হয় উদয়ন গুহ দিনহাটায় দেখিয়ে দিয়েছেন। প্রার্থী যাতে বেরোতে না পারেন, ভোট না করতে পারেন, সেটা ভালোভাবে জানেন উদয়ন গুহ। আসলে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যাতে বাড়তে না পারে, বাড়ার আগেই যাতে নির্বাচনটা হয়, সেটাই চাইছেন ওঁরা।'