বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূল চাইলে তবেই বিজেপি প্রার্থী দিতে পারবে, ফের বিরোধীদের হুমকি দিলেন উদয়ন

তৃণমূল চাইলে তবেই বিজেপি প্রার্থী দিতে পারবে, ফের বিরোধীদের হুমকি দিলেন উদয়ন

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

মঙ্গলবার সন্ধ্যায় উদয়ন বলেন, ‘আমরা মদত না দিলে বিজেপির প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। বিজেপি তখনই প্রার্থী দিতে পারবে যদি আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে যদি বলে, আপনারা দাঁড়ান আমরা আছি। এখানে যদি বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমাদের নেতাদের।

পঞ্চায়েত ভোটের আগে ফের একবার বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এক দলীয় সভায় তিনি বলেন, ‘তৃণমূল চাইলে তবেই বিজেপি পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারবে।’ পালটা বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘পুলিশ তৃণমূলের দালালি করা বন্ধ করুক। দেখা যাবে কে প্রার্থী দিতে না পারে।’

মঙ্গলবার সন্ধ্যায় উদয়ন বলেন, ‘আমরা মদত না দিলে বিজেপির প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। বিজেপি তখনই প্রার্থী দিতে পারবে যদি আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে যদি বলে, আপনারা দাঁড়ান আমরা আছি। এখানে যদি বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমাদের নেতাদের। এবার আমরা কাউকে মারব না এইবার, কাউকে আটকাব না। মনোনয়নপত্র দিতে না পারে সেজন্য সাহেবগঞ্জে গিয়ে ভিড় করে থাকতে পারব না। কিন্তু আমরা নিজের নিজের এলাকায় পার্টিকে এমনভাবে শক্তিশালী করব যাতে বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, কেউ যেন প্রার্থী খুঁজে না পায়’।

‘বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না’‌, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার সন্ধ্যাতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে হিংসা হবে না। যত দম থাকুক ব্যবহার করে দেখুক, স্বচ্ছ, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। এবং সেই বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রশাসনকে দেওয়া হয়েছে। যদি কোথাও কোনও বিক্ষিপ্ত ঘটনা হয় পুলিশ কঠোর হাতে তা দমন করবে। কোনও দল গায়ের জোরে পঞ্চায়েত দখল করতে পারবে না’।

উদয়ন গুহর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘তৃণমূলের নিচুতলার সঙ্গে ওপরতলার তার কেটে গেছে। ওপরতলার নেতারা দুর্নীতি করে কোটি কোটি কামিয়েছেন। তাদের কথা নিচুতলার কর্মীরা শুনবেন কেন? এখন তো মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত দুর্নীতিতে উঠে আসছে। পুলিশ তৃণমূলের দালালিটা বন্ধ করুক, তার পর দেখব কে প্রার্থী দিতে না পারে।’

 

বন্ধ করুন