বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Udayan Guha: ‘রাস্তায় গাড়ি মিশে গেলে...’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে BJP-তে অনেকে? ইঙ্গিতবহ হুমকি উদয়নের

Udayan Guha: ‘রাস্তায় গাড়ি মিশে গেলে...’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে BJP-তে অনেকে? ইঙ্গিতবহ হুমকি উদয়নের

উদয়ন গুহ, তৃণমূল বিধায়ক, দিনহাটা

নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে বেশ কয়কজন কর্মী ভেটাগুড়ি যাচ্ছেন বলে ইঙ্গিত করেন মন্ত্রী নিজে। এই পরিস্থিতিতে মন্ত্রী দলীয়কর্মীদের উদ্দেশেই হুঁশিয়ারি দিলেন।

বারবার বেফাঁস মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহ। এই আবহে ফের একবার আলটপকা হুঁশিয়ারি দিয়ে খবরে উদয়ন। দলবদল করতে যাওয়া কর্মীদের উদ্দেশে তৃণমূল বিধায়কের হুমকি, ‘ভেটাগুড়ি থেকে ফেরার পথে, গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না।’ উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে বেশ কয়কজন কর্মী ভেটাগুড়ি যাচ্ছেন বলে ইঙ্গিত করেন মন্ত্রী নিজে। এই পরিস্থিতিতে মন্ত্রীর এই হুঁশিয়ারি।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে। আমরা জানি, কারা কারা ভেটাগুড়ির দিকে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়... ভেটাগুড়ি যাবেন ভালো কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু অন্য কাউকে দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।’

মন্ত্রীর এহেন হুমকি প্রসঙ্গে বিজেপির দাবি, তৃণমূলের অনেকেই দলবদল করতে চেয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই দলেরই একাংশকে নিশানা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রসঙ্গত, দিনহাটার ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি। উদয়ন গুহর ইঙ্গিতবহ হুমকির প্রেক্ষিতে বিজেপির কোচবিহারের সাধারণ সম্পাদক বিরাজ বসু সংবাদমাধ্যমকে বলেন, ‘অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর তৃণমূলের অনেক নেতাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মন্ত্রীর সঙ্গেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। যারা যোগাযোগ রাখছেন, তাদের উদ্দেশ্যেই কি উদয়নবাবু বললেন যে, দুর্ঘটনায় মারা গেলে তৃণমূলের দায় নেই?’

বন্ধ করুন