বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Udayan Guha on Nisith Pramanik: 'খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের', নিশীথের কনভয়ে হামলাকাণ্ডে পালটা হুঁশিয়ারি উদয়নের

Udayan Guha on Nisith Pramanik: 'খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের', নিশীথের কনভয়ে হামলাকাণ্ডে পালটা হুঁশিয়ারি উদয়নের

উদয়ন গুহ

উদয়ন বলেন, 'একজন বিজেপি কর্মীও যেন আর বুড়িরহাটের রাস্তায় বের হতে না-পারেন। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের। কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।'

শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলার অভিযোগ ওঠে। গুলি, বোমা, পাথর ছোড়ার অভিযোগ ওঠে এই ঘটনায়। এই আবহে অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূলের দিকে। তবে এবার এই ঘটনার প্রেক্ষিতে নিশীথকেই দুষলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি ফের একবার বেলাগাম হয়ে বিজেপি কর্মীদের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে 'গুন্ডা, সমাজবিরোধী, বন্দুকের কারবারী' বলে আখ্যা দেন উদয়ন। পাশাপাশি উদয়ন বলেন, 'নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।' (আরও পড়ুন: প্রেমই হল কাল, অসমে মহিলা খুনে ধৃত সেনার কর্নেল! সূত্র মিলল হাওড়ার প্ল্যাটফর্মে)

গতকালকের ঘটনার পর বুড়িরহাটে যান উদয়ন গুহ। সেখানে গিয়ে গিয়ে স্লোগান তোলেন, 'নিশীথের চামড়া, তুলে দেব আমরা'। এরপর উদয়ন বলেন, 'একজন বিজেপি কর্মীও যেন আর বুড়িরহাটের রাস্তায় বের হতে না-পারেন। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের। কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।' এদিকে পুলিশকে কিছু 'নির্দেশ' দিতেও দেখা যায় তাঁকে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অভিযোগ, এলাকার সিসিটিভি ক্যামেরাগুলি খারাপ করে হামলা চালিয়েছে বিজেপি। বিজেপির হামলায় এলাকার সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন উদয়ন।

রাজ্যের মন্ত্রী বলেন, 'নিশীথ প্রামাণিক পরিকল্পিতভাবে গুন্ডামি করবার জন্য ৩৬টি গাড়ি করে দুষ্কৃতী নিয়ে দিনহাটায় আসেন। দিনহাটা দখল করার চেষ্টা করেছে। ও দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য। কোনও গাড়িতে দিনহাটার কোনও মানুষ ছিলেন না। ছিলেন সমাজবিরোধীরা। গোলমালের জন্য ঢুকেছিলেন। পার্টি অফিস ভাঙচুর করেছে। সবাই নিজের চোখে দেখেছেন সেটা। তির ছুড়েছে। ঢিল ছুড়েছে, পাথর ছুড়েছে। এই হচ্ছে এদের চরিত্র। এরাই হচ্ছে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী। গুলি ছুড়েছে। এক ব্যবসায়ীর গাড়িতে গুলি চলেছে। এঁদের কাজ হল, বাজার দখল করে রাজনৈতিক ব্যবসা করা। দিনাহটার মানুষ একে ঠাঁই দেবে না।' এদিকে এই ঘটনার পর নিশীথের বক্তব্য, 'এটাই রাজ্য সরকারের আশ্রিত তৃণমূল গুন্ডাদের রোজকার কাজ। মানুষ সব দেখছেন।' উদয়নকে নিয়ে নিশীথ বলেন, 'আমি ওঁকে নেতা বলেই মনে করি না। তাই প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না। তবে তৃণমূল নেতৃত্বকে বলব, যতই কর্মীদের উস্কানি দেবেন, আমরা চোখে চোখ রেখে লড়াই করব।'

বন্ধ করুন