বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এক মোটরবাইকে ৪ জন, লরির ধাক্কায় প্রাণ গেল ২ শিশুসহ ৩ জনের

এক মোটরবাইকে ৪ জন, লরির ধাক্কায় প্রাণ গেল ২ শিশুসহ ৩ জনের

প্রতিকি ছবি

পিছন থেকে কলকাতামুখি একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। ছিটকে পড়েন আরোহীরা। তাদের পিষে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় লরিটি।

মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল ২ শিশুসহ ৩ জনের। গুরুতর আহত ১। বুধবার দুপুরে উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পথ অবরোধ করেন স্থানীয়রা। নিহতরা হলেন পাপিয়া মণ্ডল (২৪), প্রীতিশ মণ্ডল (২) ও বিদিশা মণ্ডল (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পরিবারের ৩ সদস্যকে নিয়ে মোটরসাইকেলে করে জাতীয় সড়ক ধরে উলুবেড়িয়া থেকে বাউড়িয়ার দিকে যাচ্ছিলেন দীপ মণ্ডল। মাঝ পথে রাস্তার ধারে মিষ্টির দোকানে দাঁড়ান তাঁরা। এর পর ফের রাস্তায় ওঠার সময় তাঁর সামনে দাঁড়িয়ে পড়ে একটি টোটো। ব্রেক কষেন দীপও। তখন পিছন থেকে কলকাতামুখি একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। ছিটকে পড়েন আরোহীরা। তাদের পিষে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় লরিটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পাপিয়া, প্রীতিশ ও বিদিশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দীপ।

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল বন্ধে পুলিশ তৎপর নয় বলে অভিযোগ করে পথ অবরোধে সামিল হয় তারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করে। ঘাতক গাড়িটির খোঁজ চলছে।

 

বন্ধ করুন