বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > খালের ওপর হেলে পড়ল নির্মিয়মান বাড়ি

খালের ওপর হেলে পড়ল নির্মিয়মান বাড়ি

হেলে পড়া বাড়িটি।

স্থানীয়রা জানিয়েছেন, দিন কয়েক ধরে খালের পাশে জায়গা দখল করে ছোট্ট বাড়িটি বানাচ্ছিলেন এলাকারই এক ব্যক্তি। রাস্তা ও খাল লাগোয়া জমিতে বিপজ্জনকভাবে তৈরি হচ্ছিল বাড়িটি।

রাস্তার পাশে কয়েক ফুট জায়গা। তার পরেই খাল। খালপাড়ে সংকীর্ণ সেই নরম কাদামাটির ওপর তৈরি হচ্ছিল বাড়ি। পরিণতি যা হওয়ার তাই হল। চোখের সামনে খালে গিয়ে পড়ল নির্মিয়মান সেই ভবন। সোমবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচকের ঘটনা।

স্থানীয়রা জানিয়েছেন, দিন কয়েক ধরে খালের পাশে জায়গা দখল করে ছোট্ট বাড়িটি বানাচ্ছিলেন এলাকারই এক ব্যক্তি। রাস্তা ও খাল লাগোয়া জমিতে বিপজ্জনকভাবে তৈরি হচ্ছিল বাড়িটি। সোমবার সকাল থেকে ধীরে ধীরে খালের দিকে হেলতে থাকে নির্মিয়মাণ ভবন। বেলা বাড়তে কাত হয়ে সেটি গিয়ে পড়ে খালের ওপরে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের খবর নেই। চোখের সামনে বাড়ি হেলে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

 

বন্ধ করুন