বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kunal Ghosh: কোন পরিস্থিতিতে মৃতদেহ নিয়ে দৌড়চ্ছিল পুলিশ? তদন্ত হোক, বললেন কুণাল

Kunal Ghosh: কোন পরিস্থিতিতে মৃতদেহ নিয়ে দৌড়চ্ছিল পুলিশ? তদন্ত হোক, বললেন কুণাল

সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ (নিজস্ব চিত্র)

শনিবারও কালিয়াগঞ্জের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উতপ্ত হয় এলাকা। স্থানীয় বাসিন্দারা মৃত নাবালিকার বাড়ি যাওয়া চেষ্টা করতে তাঁদের বাধা দেয় পুলিশ। শুরু হয় খণ্ডযুদ্ধ।

কালিয়াগঞ্জে মৃত নাবালিকার দেহ নির্মম ভাবে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। তিনদিনের মধ্যে ডিজি-র কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই ঘটনা নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এই দৃশ্যকে মর্মান্তিক বলে মন্তব্য করে কুণাল বলেন, কোন পরিস্থিতিতে পুলিশ ওই ভাবে মৃতদেহ নিয়ে দৌঁড়াচ্ছিল তা তদন্ত করে দেখা উচিত।

শনিবার বিকালে এক সংবাদিক বৈঠকে কুণাল বলেন,'ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা অত্যন্ত মর্মান্তিক দৃশ্য। ওভাবে মৃতদেহ নিয়ে যাওয়া দেখা যায়না। কিন্তু বুঝতে হবে, পুলিশ কোন পরিস্থিতিতে ওরকম দৌড়চ্ছিল। পুলিশকে কি গ্রামবাসীরা তাড়া করেছিল? না কি পুলিশের হেফাজত থেকে মৃতদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল?'

এই প্রসঙ্গে তিনি বিজেপিতে একহাত নিয়ে বলেন,'এমনিতেও তো দেখেছি, ওখানে তদন্ত হওয়ার আগেই বিজেপি গিয়ে ভিড় করেছে। তাই পুলিশ কেন ওই ভাবে দৌড়চ্ছিল, সেসময় পরিস্থিতি কী হয়েছিল, সেসব নিয়েও তদন্ত হোক।'

এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো,'যে ভাবে একজন কিশোরীর দেহ ওই ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, এর খারাপ আর কী হতে পারে। নির্যাতিতার মা আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন। আমরা তাঁ সঙ্গে দেখা করে কথা বলব।'

প্রসঙ্গত, শনিবারও কালিয়াগঞ্জের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের উতপ্ত হয় এলাকা। স্থানীয় বাসিন্দারা মৃত নাবালিকার বাড়ি যাওয়া চেষ্টা করতে তাঁদের বাধা দেয় পুলিশ। শুরু হয় খণ্ডযুদ্ধ। বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়া দেওয়া হয় বলে অভিযোগ।

বন্ধ করুন