বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিজেপির বিরুদ্ধে ধীরে চলো নীতি নেওয়ার অভিযোগ, GTA-র বৈঠক বয়কট করবে পাহাড়ের দলগুলি

বিজেপির বিরুদ্ধে ধীরে চলো নীতি নেওয়ার অভিযোগ, GTA-র বৈঠক বয়কট করবে পাহাড়ের দলগুলি

মকাইবাড়ির ছবি (MINT_PRINT)

জিটিএ-র শেষ বৈঠক হয়েছিল ২০১৫ সালে যখন বিমল গুরুংয়ের নিয়ন্ত্রণে ছিল সেটি।

ভোটের আগেই গোর্খ্যাল্যান্ড ইস্যুতে ফয়সলা হোক, চায় পাহাড়ের দলগুলি। সেখানে ফের Gorkhaland Territorial Administration (GTA)-র বৈঠক ডাকায় ক্ষুব্ধ তারা। স্বরাষ্ট্রমন্ত্রকের এই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ-র সদস্যরা। যাবে না জিজেএমের দুই গোষ্ঠীও। 

 জিটিএ-র শেষ বৈঠক হয়েছিল ২০১৫ সালে যখন বিমল গুরুংয়ের নিয়ন্ত্রণে ছিল সেটি। তারপর থেকে পাহাড়ের রাজনীতি অনেকটা বদলেছে। এখন পুলিশের হাত থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন গুরুং। কিছুটা ছন্নছাড়া নেতৃত্ব। কিন্তু ভোট আসতেই বিজেপির ওপর প্রতিশ্রুতি পূর্ণ করার চাপ বাড়াচ্ছে জিজেএম ও জিএনএলএফ। প্রসঙ্গত গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে গত তিনটি ভোটে পাহাড়ের দলের সমর্থন নিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বৈতরনী পার করেছে বিজেপি। তবে ধীরে ধীরে সমতলে বেড়েছে বিজেপির প্রভাব। গত লোকসভা নির্বাচনে ১৮টি আসন পায় বিজেপি। তারপর থেকে সম্ভাব্য গোর্খাল্যান্ড নিয়ে রা-কাটতে দেখা যায় নি বিজেপি নেতৃত্বকে। 

তাতেই ক্ষুব্ধ পাহাড়ের দলগুলি। জনমুক্তি মোর্চার গুরুং গোষ্ঠী ও জিএনএলএফের নেতারা গত মাসের ২২ তারিখ অমিত শাহ ও ২৯ তারিখ কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে দেখা করেন। ভোটের আগেই পাহাড় ইস্যুর স্থায়ী সমাধান করার দাবি করেন তাঁরা। 

শাহ তখন তাদের বলেন দুই সপ্তাহের মধ্যে কেন্দ্র, রাজ্য ও পাহাড়ের দলগুলি নিয়ে বৈঠক ডাকা হবে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ২৭ জুলাই বিজ্ঞপ্তি দেওয়া হয় যে স্বরাষ্ট্রসচিব জিটিএ সংক্রান্ত ইস্যু নিয়ে পর্যালোচনা করবেন ৭ অগস্ট। বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব, জেলাশাসক, জিটিএ প্রতিনিধি ও জিজেএম-এর  প্রতিনিধিরা। 

বর্তমান জিটিএ-র সদস্যদের নিয়োগ করেছে রাজ্য সরকার। অন্যদিকে জিজেএম-এর কোন গোষ্ঠীকে ডাকা হবে সেটি স্পষ্ট করা হয়নি, সেই নিয়েও আপত্তি উঠেছে। গুরুং গোষ্ঠীর নেতা রোশন গিরি বলেছেন যে তারা এই বৈঠকে যাবেন না। পাঁচ বছর পর এই বৈঠকের কী মানে আছে সেই প্রশ্ন করেন গিরি। গুরুং গোষ্ঠী মনে করছে এই বিষয়ে ধীরে চলো নীতি নিচ্ছে বিজেপি। 

প্রসঙ্গত,২০১৭ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জিজেএমকে বিক্ষোভ প্রত্যাহার করে নিতে বলেন ও তিনি বৈঠক ডাকার কথা জানান। সেই বৈঠক কোনও দিন হয়নি। এরপর ইউএপিএ ধারায় অভিযুক্ত বিমল গুরুং ও রোশন গিরি গা-ঢাকা দেন। তাঁর রাজনৈতিক বিরোধী বিনয় তামাংকে জিটিএ-র মাথায় বসান মমতা। 

বিজেপির দার্জিলিং সাংসদ রাজু বিস্তা পুরো বিষয়টি নিয়ে সাবধানী প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে অমিত শাহকে জানিয়েছেন যে অঞ্চলের মানুষের প্রত্যাশা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে জিটিএ। দ্রুত জিজেএম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা উচিত বলে তিনি জানান। 

জিএনএলএফ-এর দার্জিলিং শাখার প্রধান অজয় এডওয়ার্ডস বলেন যে যারা এই বৈঠকে যাবেন, তাঁরা গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। বিজেপিকে দ্রুত নিজেদের অবস্থান সাফ করতে দাবি জানান তিনি। 

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চাপে জিটিএ-র সদস্যরা। শুক্রবার জিটিএ-র প্রধান বিনয় তামাং ও জিজেএম-র অন্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনিল থাপা জানিয়ে দিয়েছেন তারা এই বৈঠকে যাবেন না। 

পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ রাজ্য সরকারের। উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন যে এই নিয়ে কিছু বলব না। আদৌ ৭ তারিখের বৈঠক হবে কিনা, সেই নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে। 

বাংলার মুখ খবর

Latest News

ভালো লড়াই করার মতন জায়গাতে থাকলে তবেই খেলবেন ফরাসি ওপেন! জানালেন নাদাল মশলায় ক্যানসার? ২ সংস্থার কারখানায় পরিদর্শন শুরু ভারতের, চাওয়া হল পুরো রিপোর্টও কমলা টুপির দৌড়ে পন্ত-সুদর্শনদের লম্বা জাম্প, পার্পেল ক্যাপের রেসে চারে কুলদীপ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত আপনারও অ্যানিমিয়া নেই তো! ৪ রকম ভাবে এই রোগ বিপাকে ফেলতে পারে হার্টকেও World Malaria Day 2024: সাবধান, ম্যালেরিয়া হতে পারে যে কোনও সময়ে! কীভাবে বাঁচবেন হীরামান্ডির স্ক্রিনিংয়ে উড়ল সুজানের মিনি স্কার্ট, Oops মোমেন্টের ভিডিয়ো ভাইরাল T20I rankings-এ ভালো পারফরম্যান্সের সুফল পেলেন শাহিন আর চ্যাপম্যান,পতন হল বাবরের সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল JEE Main-এ ১০০ পেল ৫৬ জন! নেই বাংলার কেউ, IIT প্রবেশিকায় কাট-অফ ৫ বছরে সর্বোচ্চ

Latest IPL News

গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.