বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রেললাইনের ধারে দু’‌দিন ধরে পড়ে রইল মৃতদেহ, উদ্ধারে অনীহা রেল কর্তৃপক্ষের

রেললাইনের ধারে দু’‌দিন ধরে পড়ে রইল মৃতদেহ, উদ্ধারে অনীহা রেল কর্তৃপক্ষের

দু’‌দিন ধরে রেললাইনের পাশে পড়ে রয়েছে মৃতদেহ।

পুরো ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। খুন না আত্মহত্যা?‌ জানতে চাইছে এলাকার মানুষ।

দু’‌দিন ধরে রেললাইনের ধারে পড়ে রইল মৃতদেহ। আর সেটা ফিরেও দেখল না রেল কর্তৃপক্ষ। এমনই অবাক করা ঘটনা ঘটেছে সালানপুর রেললাইনে। মাঝি পাড়ার ঠিক পিছনে দু’‌দিন ধরে রেললাইনের পাশে পড়ে রয়েছে মৃতদেহ। একাধিকবার সালানপুর স্টেশন মাস্টারকে জানানো সত্বেও কোনও হেলদোল নেই রেল কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, দু’‌দিন আগে ঠিক ঢিল ছোড়া দূরত্ব থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে আসানসোলের জিআরপিএফ। কিন্তু একইদিনে সামান্য দূরে সেই রেল লাইনের পাশে পড়ে থাকা মৃতদেহ নজরই পড়ল না জিআরপিএফের। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। খুন না আত্মহত্যা?‌ জানতে চাইছে এলাকার মানুষ।

এই ঘটনা নিয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি–এসটি’‌র সভাপতি ফুচু বাউরি বলেন, ‘‌দু’‌দিন আগে মাঝি পাড়ার কিছু মহিলারা এসে আমাকে জানায় যে ২২৭/৬ পোলের সামনে একটি মৃতদেহ পড়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে সালানপুর রেলের স্টেশন মাস্টারকে জানাই। কিন্তু দু’‌দিন পার হয়ে গেলেও আজ পর্যন্ত মৃতদেহটি পড়ে রয়েছে। কোনও হেলদোল রেল কর্তৃপক্ষের। সেই মৃতদেহ থেকে পচা গন্ধ ছড়িয়েছে পুরো মাঝি পাড়া জুড়ে।’‌

এখন ইদানিং দেখা যাচ্ছে মৃতদেহ রেললাইনের ধারে পড়ে থাকতে। কেউ বা কারা খুন করে ফেলে রেখে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আবার আত্মহত্যা বা দুর্ঘটনার কথাও ফেলে দিতে পারছেন না স্থানীয় মানুষজন। কারণ প্রত্যেকটি মৃতদেহেই আঘাতের চিহ্ন এবং অজ্ঞাতপরিচয়ের বলে জানা গিয়েছে। বিষয়টি স্থানীয়রা পুলিশে জানিয়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.