মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার এলাকার বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শরীরে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।
আজ, মঙ্গলবার ডায়মন্ড হারবারের বাশুলডাঙায় অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রেললাইনের পাশে মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ দেখে সবাই শিউরে ওঠেন। প্রশ্ন উঠছে, এটা কী খুন? নাকি ধর্ষণ করে খুন? বিষয়টি খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
ঠিক কী ঘটেছে ডায়মন্ড হারবারে? স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার এলাকার বাশুলডাঙা ও নেতড়া স্টেশনের মাঝে রেললাইনের ধারে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শরীরে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি।