বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাউল শিল্পীর বাড়িতে ‘‌হৃদমাঝারে’‌ স্থান পেলেন অমিত শাহ, গান শুনে খেলেন পাত পেড়ে

বাউল শিল্পীর বাড়িতে ‘‌হৃদমাঝারে’‌ স্থান পেলেন অমিত শাহ, গান শুনে খেলেন পাত পেড়ে

খাওয়াদাওয়ায় ব্যস্ত অমিত শাহ, দিলীপ ঘোষ। ছবি সৌজন্য : এএনআই

এদিন রতনপল্লীতে পৌঁছে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়ির শিবমন্দিরে পুজো দেন অমিত শাহ। বাড়িতে ঢোকার সময় একদিকে যেমন তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করছিলেন বাড়ির মেয়েরা, তেমন আর একদিকে একতারা সুর তোলেন বাসুদেব দাস।

রবিবার বীরভূম সফরে এসে একেবারে ‘‌হৃদমাঝারে’‌ স্থান পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ইচ্ছে ছিল, শান্তিনিকেতনে এসে কোনও এক বাউল পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। তেমনই বোলপুরের বাউল শিল্পী বাসুদেব দাসের ভিটেতে তাঁর জন্য সমস্ত আয়োজন করা হয়। আর এদিন দুপুরে রতনপল্লীর ওই বাড়িতে এসে খাওয়াদাওয়ার আগে উপরি পাওড়া হিসেবে তিনি পেলেন বাউল সঙ্গীত। একতারা বাজিয়ে বাসুদেববাবু দরাজ গলায় গান ধরলেন— তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।

এদিন চেয়ারে বসে বাউল গানের ছন্দে ছন্দ মেলাতে দেখা গেল অমিত শাহকে। তাল দিলেন তাল মিলিয়ে। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অনুপম হাজরা, রাহুল সিনহারা। অনুপম হাজরা আবার শুধু তাল নয়, গলাও মেলালেন বাউল শিল্পীর সঙ্গে। এর পরই তাঁরা দাওয়ায় এসে বসেন। অমিত শাহয়ের পছন্দের পদে পাত সাজিয়ে দেওয়া হয় তাঁদের। এর আগে এদিন রতনপল্লীতে পৌঁছে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়ির শিবমন্দিরে পুজো দেন অমিত শাহ। বাড়িতে ঢোকার সময় একদিকে যেমন তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করছিলেন বাড়ির মেয়েরা, তেমন আর একদিকে একতারা সুর তোলেন বাসুদেব দাস।

গানবাজনা শেষে বাড়ির চওড়া বারান্দায় আসনে বসে খাওয়াদাওয়া শুরু করেন অমিত শাহ, দিলীপ ঘোষরা। বীরভূমের স্পেশ্যাল আলুপোস্তর স্বাদ পাওয়ার শখ ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। তেমনভাবেই আয়োজন করা হয়। এ ছাড়া ছিল নানারকম ভাজাভাজি, তরকারি। এদিন কলাপাতার পাতে একে একে পড়ে এ সব পদ— ভাত, রুটি, মুগের ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুপোস্ত, পালং শাক, টক দই, নলেন গুড়ের রসগোল্লা। আর শেষ পাতে ছিল বাসুদেব দাসের নিজের হাতে রান্না করা পায়েস। রীতিমতো এদিন আঙুল চেটে খেতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

বাংলার মুখ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.