বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লকডাউনে রোগীর অভাবে বাংলার হাসপাতালে নষ্ট হচ্ছে অঢেল ওষুধপত্র, নির্বিকার প্রশাসন

লকডাউনে রোগীর অভাবে বাংলার হাসপাতালে নষ্ট হচ্ছে অঢেল ওষুধপত্র, নির্বিকার প্রশাসন

নষ্ট হতে চলেছে প্রচুর ওষুধ।

রাজ্য স্বাস্থ্য মন্ত্রককে ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছে জেলা হাসপাতালগুলি।

লকডাউনের জেরে নষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে মজুত থাকা প্রচুর পরিমাণে ওষুপধপত্র। আসলে লকডাউনে কোনও রোগী আসছেন না বলেই এই সমস্যা দেখা দিয়েছে।

রাজ্য স্বাস্থ্য মন্ত্রককে ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছে জেলা হাসপাতালগুলি। বলা হয়েছে, ওষুধের ব্যবহারিক মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা ফেলে দিতে হবে এবং সে ক্ষেত্রে সরকারের বড়সড় ক্ষতি হয়ে যাবে।

সম্প্রতি পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালের তরফে লেখা চিঠিতে জানানো হয়েছে, জমে থাকা ওষুধপত্রের তালিকায় রয়েছে হৃদরোগ, ম্যালেরিয়া, প্রসবকালীন ব্যথা ও পেপটিক আলসারে আক্রান্তদের ওষুধ। এ ছাড়া রয়েছে ইঞ্জেকশনের ভায়াল, অ্যানেস্থেশিয়ার ওযুধ ও চোখের ড্রপ। আগামী জুন মাসে শেষ হতে চলেছে ওই সমস্ত ওষুধের মেয়াদ। 

গত ২৭ এপ্রিল পশ্চিম দিনাজপুরের গহ্গারামপুর মহকুমা হাসপাতালের সুপার স্বাস্থ্য মন্ত্রককে লেখা চিঠিতে সতর্ক করে জানিয়েছেন যে, অবিলম্বে ব্যবস্থা না নিলে রাজ্য সরকারের বিপুল আর্থিক ক্ষতি হবে। 

একই ভাবে চিঠি এসেছে উত্তর ২৪ পরগনার হাবরা রাজ্য সাধারণ হাসপাতাল থেকেও। 

এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জানি না। দয়া করে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করুন।’

তবে প্রশ্ন করা হলেও মুখে কুলুপ এঁটেছেন স্বাস্থ্য আধিকারিকরা।

অন্য দিকে, পিপিই, মাস্ক ও গ্লাভসের অভাবে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমণের শিকার হয়েছেন বলে এর আগেই অভিযোগ উঠেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র থেকে ওই সমস্ত সরঞ্জাম জোগাড় করার চেষ্টা চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এর আগে মোট ১৬.৫ লাখ পিপিই চেয়ে পাঠিয়েছিল রাজ্য, যার মধ্যে গত ১২ মে পাওয়া গিয়েছে মাত্র ৭.৪ লাখ। বাকি ৯ লাখ পিপিই এখনও কেন্দ্রের কাছে পাওয়া রয়েছে রাজ্যের। সেই সঙ্গে চেয়ে পাঠানো হয়েছিল ৩২.৫ লাখ মাস্ক, যার মধ্যে এ পর্যন্ত পাওয়া গিয়েছে মাত্র ৩.৬ লাখ। 

বাংলার মুখ খবর

Latest News

‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.