বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Upper primary teachers' interview: জুলাইয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ?

Upper primary teachers' interview: জুলাইয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ?

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য হরসিমর পাল সিং/হিন্দুস্তান টাইমস)।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইন্টারভিউয়ের তালিকা। তবে কবে ইন্টারভিউ হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়েছিল। সূত্রের খবর, আগামী মাসে হতে পারে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। করোনাভাইরাস পরিস্থিতিতে সম্ভবত ভার্চুয়ালি নেওয়া হবে ইন্টারভিউ।

এমনিতে দীর্ঘ টালবাহানার পর সোমবার সন্ধ্যায় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা। যে যে প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য় নির্বাচিত হয়েছেন, তাঁদের নাম দেওয়া হয়েছে। কবে ইন্টারভিউ হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। যে নিয়োগ প্রক্রিয়া একাধিকবার অনিয়ম এবং অস্বচ্ছতার অভিযোগে আইনি জটে থমকে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রে খবর, ইন্টারভিউ কবে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। করোনা পরিস্থিতিও বিবেচনা করা হবে। তারপর রাজ্যের তরফে জানানো হলেই ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে দেবে এসএসসি।

ইন্টারভিউ তালিকা প্রকাশের আগে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উচ্চ প্রাথমিকে ১৪,০০০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবারের পুজোর আগেই সেই প্রক্রিয়া শেষ হবে। যদিও গত ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ হিসেবে ঘোষণা করার সময় কলকা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ৩১ জুলাইয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে। সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী।

তিনি জানান, মামলা চলার কারণে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। কড়া বার্তা দেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও লবিবাজি চলবে না। বলেন, ‘তাঁদের (শিক্ষকদের) মেধাই, তাঁদের পরিচয়। এ নিয়ে কারও কাছে লবি করার কোনও প্রয়োজন নেই। তাঁদের মেধাই তাঁদের সবথেকে পরিচয়। যাঁরা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, পাওয়ার অধিকারী, কোর্টে কেস চলছিল বলে এতদিন আটকে ছিল।’

বন্ধ করুন