বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Upper Primary Teachers' recruitment: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা SSC-র, দেখে নিন সেই আপডেট

Upper Primary Teachers' recruitment: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা SSC-র, দেখে নিন সেই আপডেট

অভিযোগের পাহাড় হয়ে যাওয়ায় গত মাসে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির জন্য কমিশনকে তিন মাস বরাদ্দ করে কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

অভিযোগের পাহাড় হয়ে যাওয়ায় গত মাসে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির জন্য কমিশনকে তিন মাস বরাদ্দ করে কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের অভিযোগ শোনা হয়েছে। কিন্তু সেই শুনানিতে প্রার্থীদের একাংশ উপস্থিত থাকেননি। সেই পরিস্থিতিতে দ্বিতীয় সুযোগের জন্য তাঁরা আবেদন জানাচ্ছেন। কিন্তু সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো আপাতত কোনও অবস্থায় নেই বলে জানাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

বৃহস্পতিবার কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হযেছে, তাতে গত ১১ নভেম্বর হাইকোর্ট যে নির্দেশ ছিল, তা উল্লেখ করা হয়েছে।  সেইসঙ্গে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'উপরোক্ত নির্দেশের ভিত্তিতে ওই আবেদনগুলির ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়ার মতো জায়গায় নেই কমিশন।'

উল্লেখ্য, অভিযোগের পাহাড় হয়ে যাওয়ায় গত মাসে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির জন্য কমিশনকে তিন মাস বরাদ্দ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সেই সময়ের মধ্যে কোনও নিয়োগ করতে পারবে না কমিশন। ১৫ সপ্তাহ পর (তিন মাস তিন সপ্তাহ মতো) ফের মামলার শুনানি হবে। তার আগে যে অভিযোগ নিষ্পত্তির জন্য যে তিন মাস বরাদ্দ করা হয়েছে, সেই সময় শিক্ষা দফতরের সহ-অধিকর্তাকে প্রতিটি অভিযোগ বিচার করে দেখারও নির্দেশ দেওয়া হয়।

এমনিতে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া (২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল) নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। সেইসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। গত জুলাইয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গত ৯ জুলাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তালিকা প্রকাশের কোনও অভিযোগ থাকলে সেই বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। কারও অভিযোগ থাকলে দু'সপ্তাহের মধ্যে তা কমিশনের কাছে জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সেইমতো কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পুজোর মধ্যেই নিয়োগের কথাও বলা হচ্ছিল। কিন্তু তা হয়নি।

বন্ধ করুন
Live Score