বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বৃহস্পতিবার প্রকাশ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা, থাকবে নম্বর, কখন দেখবেন?

বৃহস্পতিবার প্রকাশ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা, থাকবে নম্বর, কখন দেখবেন?

আগামিকাল প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের সংশোধিত তালিকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)

আগামিকাল প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের সংশোধিত তালিকা।

আগামিকাল প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের সংশোধিত তালিকা। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আগামিকাল (বৃহস্পতিবার) বেলা ১২ টায় নম্বর-সহ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে।

আগামী শুক্রবার হাইকোর্টে মামলার শুনানি হবে। তার আগেই নম্বর-সহ উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ইন্টারভিউয়ের সংশোধিত তালিকা প্রকাশ করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক তালিকা তৈরি করা হয়েছে। যা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এ দেখা যাবে।

এমনিতে দীর্ঘ টালবাহানার পর গত ২১ জুন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু তাতে কোনও প্রার্থীদের প্রাপ্ত নম্বর ছিল না। সেই বিষয় নিয়েই আদালতে মামলা দায়ের করেন প্রার্থীদের একাংশের। তাঁরা দাবি করেন, অনেক যোগ্য প্রার্থীর নাম তালিকায় নেই। আবার অনেকেই যোগ্যতা না থাকা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। ব্যাপক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তোলা হয়। সেই পরিস্থিতিতে মঙ্গলবার উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

গত শুক্রবার সেই মামলার শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সেইসঙ্গে সাতদিনের মধ্যে প্রার্থীদের নম্বর-সহ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের আইনজীবী জানান, শুক্রবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁদের নম্বরও প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যাতে তাঁদের ডাক না পাওয়ার কারণও জানা যায়। আগামী ৯ জুলাইয়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে কমিশনকে হাইকোর্টে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তালিকা খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে বলে জানিয়েছে হাইকোর্ট। মামলাকারীদের আইনজীবী বলেছেন, ‘তালিকা স্বচ্ছ মনে হলে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।’

বাংলার মুখ খবর

Latest News

শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.