বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রেমিকার বাড়ির সামনে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ

প্রেমিকার বাড়ির সামনে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ

নিহত অয়ন মণ্ডল। ফাইল ছবি

পরিবারের লোকজন জানিয়েছে, কলের মিস্ত্রির কাজ করতেন অয়ন। বাবা - মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। সম্প্রতি শিরাকোল ভাণ্ডারি পাড়ার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

প্রেমিকার বাড়ির সামনে থেকে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার শিরাকোল ভাণ্ডারি পাড়ায়। মৃত যুবক অয়ন মন্ডল (২৪) ফলতা থানার নিয়োগীর হাটের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গত সোমবার সন্ধ্যায় বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন অয়ন। অনেক রাতে বাড়ি না ফেরায় তাকে ফোন করলে অয়ন জানান যে ফিরতে দেরি হবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি অয়ন। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন খবর পায় শিরাকোলে উদ্ধার হয়েছে অয়নের ঝুলন্ত দেহ।

পরিবারের লোকজন জানিয়েছে, কলের মিস্ত্রির কাজ করতেন অয়ন। বাবা - মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। সম্প্রতি শিরাকোল ভাণ্ডারি পাড়ার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। অয়ন মণ্ডলের পরিবারের দাবি, সোমবার অয়ন মণ্ডল প্রেমিকার সাথে শিরাকোল মোড়ে দেখা করতে যান। তখনই প্রেমিকার বাবা - মা প্রকাশ্যে তাঁকে চড় মারেন বলে অয়ন তাঁর বন্ধুদের জানান। এরপর আজ সকালে প্রেমিকার বাড়ির সামনে থেকে অয়ন মন্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃতের পরিবারের দাবি, প্রেমিকার বাড়ির লোকজন অয়নকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে ঘটনায় অয়নের দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।

 

বন্ধ করুন